ভোটার এলাকা পরিবর্তন করার মাধ্যমে আপনার এনআইডি কার্ডে থাকা বর্তমান ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এতে করে, বর্তমান ঠিকানায় যেকোনো নির্বাচনের সময় ভোট দিতে পারবেন। NID Form 13 পূরণ করতে চাইলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

আমাদের ভোটার আইডি কার্ডে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ থাকে। যাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই, তারা যদি চাকুরী বা কাজের জন্য অন্য স্থানে থাকে তবুও স্থায়ী ঠিকানায় যেতে হয় ভোট দেয়ার জন্য। একারণে, অনেকেই ভোট দিতে পারেন না। কিন্তু, বর্তমান ঠিকানা পরিবর্তন করার মাধ্যমে বর্তমান ঠিকানায় ভোট দিতে সক্ষম হবেন।

ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে NID Form 13 বা ভোটার স্থানান্তর ফরম ১৩ পূরণ করতে হয়। এরপর, সেটি জমা দিতে হয়। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম

ভোটার এলাকা পরিবর্তন করার জন্য ভোটার এলাকা পরিবর্তন ফরম ১৩ pdf download করে প্রিন্ট করতে হবে। এরপর, ফরমটি সঠিকভাবে পূরণ করতে হবে সঠিক তথ্য দিয়ে। অতঃপর, ফরমটি এবং প্রয়োজনীয় কাগজপত্র নতুন যে স্থানে ভোটার হতে চাচ্ছেন সেই স্থানের উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। জমা দেয়ার ৭ থেকে ১৫ দিনের মাঝে আপনার ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাবে।

ভোটার এলাকা পরিবর্তন হওয়ার পর অনলাইন থেকে ২৩০ টাকা ফি প্রদান করে ভোটার আইডি কার্ড রি-ইস্যু এর জন্য আবেদন করতে হবে। রি-ইস্যু হওয়ার পর নতুন ভোটার আইডি কার্ড ব্যবহার করে আপনার বর্তমান ঠিকানায় ভোট দিতে পারবেন।

আপনার বর্তমান এলাকার ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে আপনি সেখানে ভোট দিতে পারবেন না। তাই, যাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এক, তাদেরকে ভোট দেয়ার জন্য স্থায়ী ঠিকানায় যেতে হয়। কিন্তু, যারা কাজ বা চাকুরীর জন্য অন্য স্থানে আছেন, তারা ভোট দিতে পারেন না।

তাই, আপনি চাইলে আপনার বর্তমান ঠিকানায় ভোটার হওয়ার মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য, ভোটার এলাকা পরিবর্তন এর জন্য আবেদন করতে হবে। ভোটার এলাকা পরিবর্তন করার জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন।

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।

ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি লাগে

ভোটার এলাকা পরিবর্তন করার জন্য আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হয়। এগুলো হচ্ছ —

  • ভোটার এলাকা পরিবর্তন ফরম ১৩
  • ভোটার আইডি কার্ডের ফটোকপি
  • নতুন স্থানের নাগরিকত্ব সনদপত্র
  • ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি বিল/বাড়ি ভাড়া/ট্যাক্স রশিদ)
  • ফরম ১৩ এর দ্বিতীয় পৃষ্ঠায় নতুন এলাকার কাউন্সিলর/চেয়ারম্যান এর নাম, স্বাক্ষর, সিল এবং NID নাম্বার থাকতে হবে
  • সংশ্লিষ্ট ঠিকানায় পিতা/মাতা/স্বামী/স্ত্রী/ভাই/বোন যে কোন একজনের NID কপি
  • সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিস থাকা চাওয়া অন্যান্য কাগজপত্র

ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে উপরে উল্লিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। ভোটার ফরম ১৩ পূরণ করার পর উক্ত ফরমের সাথে এসব কাগজপত্র জমা দিতে হবে নির্বাচন অফিসে। এরপর, ৭-১৫ দিনের মাঝে ভোটার এলাকা পরিবর্তন করে দেয়া হবে।

ভোটার এলাকা পরিবর্তন ফরম ১৩ pdf download

ভোটার এলাকা পরিবর্তন ফরম ১৩ pdf download করার পর সেটি প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করার পর ফরমটি সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পূরণ করতে হবে। অতঃপর, ফরমের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। যারা ভোটার এলাকা পরিবর্তন করতে চাচ্ছেন তারা নিচে থেকে NID Form 13 Download করে নিতে পারেন।

এই ফরমটি ডাউনলোড করার পর প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করার পর চাহিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। নিচে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে দেয়া হয়েছে।

ভোটার এলাকা পরিবর্তন করার পদ্ধতি

ভোটার এলাকা পরিবর্তন করার জন্য প্রথমেই আপনাকে NID Form 13 Download করতে হবে। এরপর, ফরমটি সকল চাহিত তথ্য দ্বারা পূরণ করতে হবে। পূরণ করার জন্য নিচে উল্লিখিত পয়েন্টগুলো অনুসরণ করুন। এসব পয়েন্ট উক্ত ফরমে রয়েছে। নিম্নোক্ত পয়েন্টগুলো অনুসরণ করে আপনি ভোটার এলাকা পরিবর্তন ফরমটি পূরণ করতে পারবেন।

প্রথমেই যে এলাকায় স্থানান্তর হতে চাচ্ছেন উক্ত এলাকার উপজেলা/থানার নাম লিখতে হবে এবং জেলার নাম লিখতে হবে।

  1. আবেদনকারীর নাম — এখানে আপনার বা যিনি স্থানান্তর হতে চাচ্ছেন তার পুরো নাম লিখতে হবে।
  2. জাতীয় পরিচয় পত্র নম্বর (NID) — এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখবেন।
  3. জন্ম তারিখ — জন্ম তারিখ লিখতে হবে (NID অনুযায়ী)।
  4. বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি — বর্তমান ঠিকানার ভোটার নম্বর, ভোটার এলাকা নাম, ভোটার এলাকা নম্বর, উপজেলা/থানা, জেলা, গ্রাম/রাস্তার নাম ও নম্বর, বাসা/হোল্ডিং নম্বর দিয়ে এটি পূরণ করতে হবে।
  5. যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক — যে ঠিকানায় স্থানান্তর হতে ইচ্ছুক সেখানের জেলা, উপজেলা/থানা, সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন/ক্যান্টঃ বোর্ড, ওয়ার্ড নম্বর, ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বর, গ্রাম/রাস্তার নাম ও নম্বর, বাসা/হোল্ডিং নম্বর, টেলিফোন/মোবাইল নম্বর, ডাকঘর, পোস্ট কোড ইত্যাদির তথ্য দিয়ে এটি পূরণ করতে হবে।
  6. বর্তমান ঠিকানায় যে সময় বা তারিখ থেকে অবস্থান করতেছেন তা লিখতে হবে।
  7. কী কারণে স্থানান্তর হতে নতুন ঠিকানায় যেতে চাচ্ছেন তা এই পয়েন্টে লিখতে হবে।
  8. এই পয়েন্টে উল্লেখ করে দেয়া সকল কাগজপত্র উক্ত ফরমের সাথে যুক্ত করতে হবে।

এরপর, আবেদনকারীর স্বাক্ষর বা টিপসহি দিতে হবে। অতঃপর, আবেদনকারীকে সনাক্তকারী অর্থাৎ নতুন এলাকার ওয়ার্ড কাউন্সিলর/চেয়ারম্যান এর স্বাক্ষর, নাম, NID নম্বর, ঠিকানা লিখতে হবে।

অতঃপর, এই ফরমটি এখানে পর্যন্তই পূরণ করে উপজেলা/থানা নির্বাচন অফিসে চাহিত কাগজপত্র সহ জমা দিতে হবে। [কেবলমাত্র অফিসে ব্যবহারের জন্য] লেখার নিচে আপনার কিছু পূরণ করার প্রয়োজন নেই।

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার নিয়ম

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার মাধ্যমে আপনার বর্তমান ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এতে করে, আপনার বর্তমান ঠিকানায় ভোটদান করার সুযোগ তৈরি হবে। ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য NID Form 13 ডাউনলোড করে সেটি পূরণ করতে হবে উপরে উল্লিখিত পদ্ধতি অনুসারে। এরপর, প্রয়োজনীয় কাগজপত্র সহ ফরমটি বর্তমান ঠিকানায় উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। এরপর, ৭ থেকে ১৫ দিনের মাঝে ঠিকানা পরিবর্তন হবে।

ভোটার আইডি কার্ডের বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চাইলে এই পদ্ধতি অনুসরণ করুন। এতে করে, আপনাকে স্থায়ী ঠিকানায় গিয়ে ভোট দিতে হবেনা এবং বর্তমান ঠিকানা নিয়ে সমস্যায় পড়তে হবেনা। যারা ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান, তারা উপরোক্ত পদ্ধতি অনুসরণ করুন।

ভোটার এলাকা পরিবর্তন ফি

ভোটার এলাকা পরিবর্তন করার জন্য কোনরকম ফি প্রয়োজন হয়না। NID Form 13 পূরণ করার পর আবেদন জমা দেয়ার ৭ দিন থেকে ১৫ দিনের মাঝে ভোটার এলাকা পরিবর্তন হয়ে থাকে। পরিবর্তন হওয়ার পর আপনাকে নতুন করে ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড প্রদান করা হবেনা।

তবে, আপনি চাইলে অনলাইনে ভোটার আইডি কার্ড রি-ইস্যুর জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে, আপনাকে ২৩০ টাকা ফি জমা দিতে হবে। অতঃপর, এনআইডি কার্ড রি-ইস্যু করে নতুন ঠিকানার একটি ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

ভোটার এলাকা পরিবর্তন করতে কতদিন সময় লাগে

ভোটার এলাকা পরিবর্তন করার জন্য ৭ দিন থেকে শুরু করে ১৫ দিন পর্যন্ত সময় লেগে থাকে। ভোটার স্থানান্তর ফরমটি সকল চাহিত তথ্য দিয়ে পূরণ করার পর যেসব কাগজপত্র চাওয়া হবে তা একসাথে করে আবেদন করুন। আবেদন করার ৭ দিন পর নির্বাচন অফিসে যোগাযোগ করে আপনার আবেদনের অবস্থা যাচাই করুন।

দ্রুত ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে NID Form 13 পূরণ করার সময় ভুল তথ্য দিবেন না। সকল সঠিক তথ্য দিলে দ্রুত আবেদন অনুমোদিত হবে।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *