NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানতে চান? Sim Registration Check করার পদ্ধতি জানতে সম্পূর্ণ পড়ুন।

আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম কার্ড রেজিস্টার করা হয়েছে জানার জন্য এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট জানা থাকলেই হবে। এছাড়া, আপনার এনআইডি দিয়ে রেজিস্টার করা যেকোনো একটি সিম কার্ড থাকতে হবে।

কিভাবে sim registration check করতে হয় তা বিস্তারিত নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার জন্য মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে *16001# কোডটি ডায়াল করুন। এরপর, আপনার NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখুন এবং সেন্ড করুন। ফিরতি ম্যাসেজে আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানিয়ে দেয়া হবে।

এই পদ্ধতি অনুসরণ করে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানতে পারবেন। কারণ, বর্তমান নিয়ম অনুযায়ী একটি এনআইডি কার্ড দিয়ে মোট ১৫টি সিম রেজিস্ট্রেশন করা যায়।

NID কার্ড দিয়ে Sim Registration Check করার জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন —

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
  • প্রথমেই মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে নিন
  • *16001# কোডটি ডায়াল করুন
  • NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করুন

ম্যাসেজের মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্টার করা সিমের তালিকা জানিয়ে দেয়া হবে।

তবে, মনে রাখতে হবে এই পদ্ধতি অনুসরণ করার জন্য আপনার NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এমন সিম থেকেই কোডটি ডায়াল করতে হবে এবং এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করতে হবে। অন্য কারও আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিম কার্ড ব্যবহার করে এই পদ্ধতি অনুসরণ করলে কাজ হবেনা। সেক্ষেত্রে, উক্ত ব্যক্তির আইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করতে হবে।

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।

সিম রেজিস্ট্রেশন চেক কোড

সিম রেজিস্ট্রেশন চেক কোডটি হচ্ছে *16001# । এই সিম রেজিস্ট্রেশন চেক করার কোডটি ডায়াল করার পর NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করলে উক্ত সিম যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, একই NID দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানা যাবে।

সিম রেজিস্ট্রেশন চেক করার কোডটি যেকোনো সিম থেকে ডায়াল করে NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করলে এসএমএস এর মাধ্যমে উক্ত এনআইডি কার্ড দিয়ে আর কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানা যাবে।

কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন হয়েছে

কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করার জন্য রবি সিমের ক্ষেত্রে My Robi অ্যাপ ইনস্টল করে ওপেন করে নিন। এরপর, মেনু থেকে Your SIMs অপশনে ক্লিক করুন। অতঃপর, আপনার NID কার্ডের শেষের ৪ ডিজিট লেখুন এবং View List বাটনে ক্লিক করুন। তাহলে NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা চেক করতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে My Robi অ্যাপ ব্যবহার করে উক্ত সিম যে NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেই একই NID দিয়ে আর কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানা যায়। এই পদ্ধতিটি নিচে আরও সহজভাবে উল্লেখ করে দেয়া হয়েছে।

রবি সিম রেজিস্ট্রেশন চেক

কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন হয়েছে
কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন হয়েছে
  • রবি Sim Registration Check করার জন্য My Robi অ্যাপ ওপেন করুন
  • More অপশন থেকে Your SIMs অপশনে ক্লিক করুন
  • এখন আপনার NID কার্ডের শেষের ৪ ডিজিট লিখুন
  • View List বাটনে ক্লিক করুন এবং দেখুন এনআইডি দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন হয়েছে

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করার জন্য যে সিমটি My Robi অ্যাপে লগইন করা হবে, উক্ত সিমটি আপনার NID দিয়ে রেজিস্ট্রেশন করা হতে হবে। অন্য কারও এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়ে থাকলে তার এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লেখার মাধ্যমে উক্ত NID দিয়ে আর কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানা যাবে।

জিপি সিম রেজিস্ট্রেশন চেক

জিপি সিম রেজিস্ট্রেশন চেক
জিপি সিম রেজিস্ট্রেশন চেক
  • জিপি সিম রেজিস্ট্রেশন চেক করার জন্য My GP অ্যাপ ওপেন করুন
  • Services অপশন থেকে SIMs You Own অপশনে ক্লিক করুন
  • এখন আপনার NID কার্ডের শেষের ৪ ডিজিট লিখুন
  • Continue বাটনে ক্লিক করুন এবং দেখুন এনআইডি দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন হয়েছে

এই পদ্ধতি অনুসরণ করে জিপি সিম রেজিস্ট্রেশন চেক করতে চাইলে আপনার এনআইডি দিয়ে রেজিস্টার করা হয়েছে এমন জিপি সিম MY GP অ্যাপে লগইন করে নিতে হবে।

সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায়

সিম রেজিস্ট্রেশন কার নামে জানার জন্য *16001# কোডটি ডায়াল করতে হবে। এরপর, NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করলে উক্ত সিম যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই একই এনআইডি দিয়ে অন্য যেসব সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেগুলোর নাম্বার পাওয়া যাবে।

এই পদ্ধতিতে এসএমএস এর মাধ্যমে একই এনআইডি দিয়ে যেসব সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেসব সিমের নাম্বার 018*****888 এভাবে দেখানো হবে। শেষের তিন ডিজিট দেখে আপনাকে বুঝতে হবে এটি আপনার সিম কিনা। না হলে উক্ত সিমটি বন্ধ করার জন্য মোবাইল অপারেটর এর সাথে যোগাযোগ করুন।

Check Sim Registration

Sim Registration Check করার জন্য *16001# কোডটি ডায়াল করুন। আপনার এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে রিপ্লাই করুন। ফিরতি ম্যাসেজে আপনার আইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তার তালিকা দেখতে পারবেন।

FAQs

কিভাবে nid কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে?

NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে চেক করার জন্য *16001# কোডটি ডায়াল করুন। এরপর, এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করুন। ফিরতি ম্যাসেজে সিমের তালিকা জানিয়ে দেয়া হবে।

Nid দিয়ে নিবন্ধিত সিম কিভাবে চেক করব?

Nid দিয়ে নিবন্ধিত সিম চেক করার জন্য *16001# কোডটি ডায়াল করুন। এরপর, NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করুন। তাহলে ম্যাসেজ করে আপনার সিমের তালিকা জানিয়ে দেয়া হবে।

সারকথা

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা চেক করার পদ্ধতি নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য উল্লেখ করে দেয়া হয়েছে। উপরোক্ত পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আপনার NID দিয়ে Sim Registration Check করতে পারবেন অনেক সহজেই।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  1. 01743586891 এই সিম টি কার নামে রেজিস্ট্রার তা যানি না আর নাম্বার টা হারিয়ে গেছে যদি বলতেন তাহলে আইডিটা ফিরে পেতে সাহায্য হতো। তাহলে তার পরিচয় পত্র দিয়ে সিম উদ্ধার করতে পারবো। প্লিজ আমাকে সাহায্য করুন

    1. এই নাম্বারটি দিয়ে একটি বিকাশ একাউন্ট খোলা হয়েছে MAHINUR BAGUM নামের ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে।

      1. 01707201068এই সিম টা হারিয়ে গেসে।তুলতে পারছি। কার আই ডি দিয়ে তোলা একটু দেখে দেবেন প্লিজ

  2. আসসালামুয়ালাইকুম ভাই
    আমার একটা সিম কার্ড হারিয়েছে
    জানিনা কারন আইডি কার্ড থেকে সিম কার্ড টা তোলা হয়েছে please help me

    1. 01743954029 ফোনসহ এই সিমটি হারিয়ে গেছে।খুব সম্ভবত আমার বাবার বা ভাইয়ের আইডি কার্ড দিয়ে কেনা সিমটি।নিয়ম অনুসরণ করে জানতে চেয়েছে ঠিক কার নামে বাট ফিরতে মেসেজে নো মেসেজ,তারপর কি কি যেন লিখা আসে।দয়া করে জানাবেন কার নামে রেজিষ্ট্রেশন করা সিমটি।

  3. 01707201068এই সিম টা হারিয়ে গেসে।তুলতে পারছিনা । কার আই ডি দিয়ে তোলা একটু দেখে দেবেন প্লিজ

  4. Assalamu olaekum i need to verify with whos nid this number was out
    01884698515 i was using it and lost the sim and access.

  5. 01940022833 এই সিম কিছু দিন বন্ধ চিলো এখন বটম ফোন এ কল হয় আর এন্ড্রয়েড ফোন এ no sim আসে এখন কি করব কেও হেল্প করেন প্লিজ