আগামী ২ জানুয়ারি, ২০২৫ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পূর্বেই যাদের এনআইডি কার্ডে কোনো প্রকার ভুল আছে, তা সংশোধন করতে বলা হয়েছে।

বাংলাদেশের ভোটার তালিকা আইন অনুযায়ী একজন নাগরিক ১৮ বছর বয়স হলেই ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এজন্য, সারা বছর অনেক সংখ্যক মানুষ নতুন ভোটার নিবন্ধন করে থাকেন।

তবে, নির্বাচন কমিশন প্রতি বছর ২ মার্চ ভোটার তালিকা প্রকাশ করে থাকে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পূর্বেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।

খসড়া ভোটার তালিকা প্রকাশ ২ জানুয়ারি ২০২৫

তারই প্রেক্ষিতে, ২০২৫ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। উক্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পূর্বেই ভোটারগণকে তাদের জাতীয় পরিচয়পত্রে যেকোনো ধরণের ভুল থাকলে তা সংশোধন করে নিতে বলা হয়েছে।

এছাড়া, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে, সবাই ভোটার হওয়ার জন্য আবেদন করুন। তাহলে, পরবর্তী জাতীয় নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করলে সেখানে আপনার নাম থাকবে এবং ভোট দিতে পারবেন।

আরও পড়ুন —

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *