NID কার্ডের ছবি সুন্দর হয়নি বা অস্পষ্ট এসেছে? এনআইডি কার্ডে থাকা স্বাক্ষর ভুল হয়েছে? অনলাইনে NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন অনেক সহজেই। বিস্তারিত পদ্ধতি থাকছে এই পোস্টে।

যারা নতুন ভোটার আবেদন করার পর ভোটার হয়েছে এবং ভোটার আইডি কার্ড চেক করার পর দেখেন আপনার এনআইডি কার্ডের ছবি অস্পষ্ট এসেছে বা স্বাক্ষর ভুল হয়েছে তাহলে কি করবেন? এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন।

তো চলুন, যেভাবে NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করতে হয় তা বিস্তারিত জেনে নেয়া যাক।

NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন

NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং সকল তথ্য দিয়ে পূরণ করতে হবে। ছবি ও স্বাক্ষর পরিবর্তন ফি ২৩০ টাকা বিকাশ বা নগদ ব্যবহার করে জমা দিতে হবে। অতঃপর, আবেদন ফরমটি সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দেয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর পরিবর্তন আবেদন করার সময় পুনরায় কবে আপনার ছবি এবং স্বাক্ষর গ্রহণ করা হবে তা জানিয়ে দেয়া হবে। উক্ত তারিখে নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হয়ে পুনরায় আপনার ছবি তুলবেন এবং স্বাক্ষর প্রদান করবেন।

এরপর, তারা আপনার ছবি এবং স্বাক্ষর অনলাইনে তাদের সার্ভারে প্রেরণ করবে। আপনার আবেদন যাচাই করে জেলা নির্বাচন অফিসার অনুমোদন দিলে আপনার ভোটার আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করে দেয়া হবে।

এরপর, আপনি চাইলে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার মাধ্যমে নতুন ছবি এবং স্বাক্ষর সম্বলিত ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। তবে, স্মার্ট আইডি কার্ড এর ক্ষেত্রে স্মার্ট আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করার মাধ্যমে স্মার্ট এনআইডি সংগ্রহ করতে হবে।

অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন

ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন ভোটার আইডি সংশোধনের “খ” ক্যাটাগরির আবেদন। ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চাইলে NID ছবি পরিবর্তন ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর, প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করতে হবে এবং উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে। আবেদন জমা দেয়ার পূর্বে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন ফি জমা দিতে হবে।

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ নিচে সংযুক্ত করে দেয়া হয়েছে। ডাউনলোড বাটনে ক্লিক করে ফরমটি ডাউনলোড করতে পারবেন। এরপর, ফরমটি প্রিন্ট করে আপনার তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন এবং এটি দিয়ে NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন আবেদন করুন।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ কে ভোটার আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন ফরম এবং Nid ছবি পরিবর্তন ফরম বলা হয়ে থাকে। এটি ব্যবহার করে আপনার এনআইডি কার্ডে থাকা ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন অনেক সহজেই।

এনআইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার নিয়ম

এনআইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন। আপনার এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করতে চাইলে প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে পূরণ করতে হবে।

ধাপ ১ — জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ পূরণ করুন

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ ডাউনলোড করে নিন এবং প্রিন্ট করুন। অতঃপর, আপনার সকল তথ্য দিয়ে এই ফরমটি পূরণ করে নিন। এনআইডি কার্ডের কোন বিষয়গুলো সংশোধন করার জন্য আবেদন করছেন তা এখানে লিখতে হবে।

যেহেতু ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার আবেদন করা হচ্ছে, তাই (ঝ) অন্যান্য কলামে ছবি ও স্বাক্ষর পরিবর্তন লিখুন নিচে সংযুক্ত ছবির মতো করে।

NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন
NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন

ধাপ ২ — ছবি ও স্বাক্ষর সংশোধন ফি প্রদান করুন

আবেদন ফরমটি পূরণ করা সম্পন্ন হলে বিকাশ বা নগদ ব্যবহার করে ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার ফি ২৩০ টাকা জমা দিন। সংশোধন ফি অনলাইনে জমা দিতে হবে। জমা দেয়ার পর বিকাশ বা নগদের ট্রানজেকশন নাম্বারটি আবেদন ফরমে লিখে দিতে পারেন।

ধাপ ৩ — আবেদন ফরম জমা ও ছবি-স্বাক্ষর আপডেট

আবেদন ফরমটি উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিন। জমা দেয়ার সময় নতুন ছবি তোলা এবং স্বাক্ষর দেয়ার তারিখ জানিয়ে দিবে। উক্ত তারিখে উপস্থিত হয়ে নতুন করে ছবি তুলতে হবে এবং স্বাক্ষর দিতে হবে।

এরপর, তারা উক্ত ছবি এবং স্বাক্ষর সার্ভারে আপলোড করবে। যেহেতু এটি “খ” ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন, তাই জেলা নির্বাচন কমিশন অফিস থেকে তথ্য যাচাই করা হবে। যাচাই করে অনুমোদন করা হলে আপনার NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করে দেয়া হবে।

ধাপ ৪ — সংশোধিত এনআইডি কার্ড ডাউনলোড করুন

এনআইডি কার্ডের জন্য তোলা নতুন এবং এবং স্বাক্ষর আপডেট করে দেয়া হলে আপনাকে জানিয়ে দেয়া হবে। এরপর, অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া অনুসরণ করে সংশোধন করা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

এরপর, এনআইডি কার্ডের অনলাইন কপিটি প্রিন্ট করে লেমিনেটিং করে নেয়ার মাধ্যমে সেটি ব্যবহার করতে পারবেন। তবে, যাদের স্মার্ট এনআইডি কার্ড রয়েছে, তাদের ক্ষেত্রে স্মার্ট আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করতে হবে নতুন স্মার্ট আইডি কার্ড পেতে চাইলে।

FAQ

ভোটার আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন ফরম কোনটি?

ভোটার আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন ফরম হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ । এই ফরমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করবো কিভাবে?

অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার জন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ ডাউনলোড করতে হবে। এরপর, প্রিন্ট করে সেটি পূরণ করতে হবে এবং ছবি পরিবর্তন ফি অনলাইনে পরিশোধ করতে হবে। অতঃপর, নির্বাচন কমিশন অফিসে আবেদন জমা দেয়ার মাধ্যমে নতুন ছবি তুলে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করা যাবে।

সারকথা

অনলাইনে NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার সহজ নিয়ম শেয়ার করেছি আজকের এই পোস্টে। যারা অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান বা অনলাইনে ভোটার আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করতে চান, তারা পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন।

NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করতে ইচ্ছুক এমন বন্ধু-বান্ধবদের সাথে আমাদের ওয়েবসাইটের এই পোস্টটি শেয়ার করতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *