পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু উপায় জানেন না? থানায় একটি জিডি করার পর এনআইডি ওয়েবসাইটে রেজিস্টার করে ভোটার আইডি কার্ড রি-ইস্যু করার মাধ্যমে পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে বা অনেক আগে ভোটার হয়েছেন কিন্তু ভোটার আইডি কার্ড পাননি, তারা থানায় একটি সাধারণ ডায়েরি করার পর ভোটার আইডি কার্ড রি-ইস্যু ফি জমা দিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করার মাধ্যমে পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চাইলে পোস্টের শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ পড়ুন এবং ধাপগুলো পূরণ করুন।

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড

অনলাইন থেকে পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমেই নিকটস্থ থানায় একটি জিডি করতে হবে। এরপর, জিডির স্ক্যান কপি সংগ্রহ করতে হবে এবং ভোটার আইডি কার্ড রি-ইস্যু ফি জমা দিতে হবে। অতঃপর, https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইট ভিজিট করে একটি একাউন্ট রেজিস্টার করতে হবে। অতঃপর, ভোটার আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করতে হবে। তাহলে পুরাতন আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

অনেক আগে ভোটার হয়েছেন এবং ভোটার আইডি কার্ড পাওয়ার পর সেটি হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে চাচ্ছেন। তাহলে, নিচে উল্লেখ করে দেয়া ধাপগুলো মনোযোগ সহকারে অনুসরণ করুন। এতে করে, ভোটার আইডি কার্ড রি-ইস্যু করার মাধ্যমে পুরাতন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।

ধাপ ১ — সাধারণ ডায়েরি করুন

নিকটস্থ থানায় ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে এই মর্মে একটি জিডি করতে হবে। জিডি করার জন্য নিজের নাম, জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার দিয়ে একটি আবেদনপত্র লিখুন এবং সেটির একটি ফটোকপি করে রাখুন। এরপর, উক্ত আবেদনপত্রটি থানায় জমা দিয়ে জিডি নাম্বার সংগ্রহ করুন এবং আবেদনপত্রে পুলিশ কর্মকর্তার সিল ও স্বাক্ষর দিয়ে নিন।

অতঃপর, আবেদনপত্রটির একটি স্ক্যান কপি সংগ্রহ করুন। এজন্য যেকোনো ছাপাখানার দোকানে বা কম্পিউটার স্টুডিও গেলেই হবে।

ধাপ ২ — এনআইডি রি-ইস্যু ফি পরিশোধ করুন

বিকাশ/রকেট/নগদ বা যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যমে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড রি-ইস্যু ফি জমা দিন। রিইস্যু ফি এর পরিমাণ ৩৪৫ টাকা। তবে, জরুরি প্রয়োজনে ভোটার আইডি কার্ড প্রয়োজন হলে ৫৭৫ টাকা রি-ইস্যু প্রদান করতে হবে।

বিকাশ থেকে রি-ইস্যু ফি প্রদান করার জন্য বিকাশ অ্যাপ ওপেন করে পে বিল অপশনে যান। এরপর, NID Service সিলেক্ট করুন। অতঃপর, আবেদনের ধরণ নির্বাচন করুন এবং নিচে এনআইডি নম্বর লিখুন। অতঃপর, বিল পরিশোধ করুন।

বিকাশ দিয়ে জাতীয় পরিচয় সংশোধন ফি জমা দেয়ার পদ্ধতি
বিকাশ দিয়ে জাতীয় পরিচয় রিইস্যু ফি জমা দেয়ার পদ্ধতি

ধাপ ৩ — এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন

এনআইডি একাউন্ট রেজিস্টার করার জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন —

  • এনআইডি একাউন্ট রেজিস্টার করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ লিংকে ভিজিট করুন। এরপর, রেজিস্টার বাটনে ক্লিক করুন।
  • জাতীয় পরিচয় পত্রের নম্বর, জন্ম তারিখ লিখুন এবং ছবিতে থাকা ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে বহাল বাটনে ক্লিক করুন।
  • বর্তমান এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।
  • এখানে দেখানো মোবাইল নাম্বার সাথে থাকলে বার্তা পাঠান বাটনে ক্লিক করে ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। নয়তো, মোবাইল নাম্বার পরিবর্তন করে ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
  • অন্য একটি মোবাইলে গুগল প্লে স্টোর থেকে NID WALLET অ্যাপ ইনস্টল করে সেটি ওপেন করে এই পেজে দেখানো QR CODE টি স্ক্যান করুন। অতঃপর, স্ক্রিনে দেখানো পদ্ধতিতে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন।
  • এখন ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করুন অথবা এড়িয়ে যান। (ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করলে পরবর্তীতে লগইন করতে সুবিধা হবে।)

এই ধাপগুলো অনুসরণ করে সহজেই এনআইডি একাউন্ট রেজিস্টার করতে পারবেন।

ধাপ ৪ — রি-ইস্যুর আবেদন করুন

ভোটার আইডি কার্ড রি-ইস্যুর আবেদন
ভোটার আইডি কার্ড রি-ইস্যুর আবেদন

এনআইডি একাউন্ট রেজিস্টার করা সম্পন্ন হলে উপরের মতো একটি পেজ দেখতে পারবেন। এখানে, রিইস্যু অপশনে ক্লিক করুন। অতঃপর, নিচের মতো একটি পেজ আসবে। এখানে এডিট বাটনে ক্লিক করুন। (এডিট বাটনে ক্লিক করার পূর্বেই রিইস্যু ফি জমা দিতে হবে।) এডিট বাটনে ক্লিক করলে একটি পপআপ আসবে। ফি পরিশোধ করা থাকলে বহাল বাটনে ক্লিক করবেন।

ভোটার আইডি কার্ড রিইস্যুর আবেদন
ভোটার আইডি কার্ড রিইস্যুর আবেদন

এনআইডি কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে জিডি নম্বর, থানার নাম, পুলিশ অফিসারের নাম, পুলিশ অফিসারের পদবী এবং জিডির তারিখ প্রয়োজন হবে। নষ্ট হয়ে গেলে বা ঠিকানা পরিবর্তন করার জন্য রি-ইস্যু করলে এগুলো প্রয়োজন হবেনা। সঠিক তথ্য দিয়ে পূরণ করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন।

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড
পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড

আপনার ফি পরিশোধ করা থাকলে পরের ধাপে পরিশোধিত দেখাবে। এরপর, আবারও পরবর্তী ধাপে গিয়ে জিডির আবেদন পত্রের স্ক্যান কপিটি আপলোড করে দিবেন এবং চাহিত অন্যান্য কাগজপত্র আপলোড করবেন। অতঃপর, আবারও পরবর্তী ধাপে গিয়ে রি-ইস্যু আবেদন নিশ্চিত করতে হবে।

ধাপ ৫ — পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য রি-ইস্যু আবেদন করার ৭ দিন থেকে ১৫ দিনের মাঝে আবেদন অনুমোদিত হয়ে থাকে। আবেদন অনুমোদিত হলে এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে। অতঃপর, আবারও আপনার এনআইডি একাউন্টে লগইন করে পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন অনেক সহজেই।

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।

পুরাতন ভোটার আইডি কার্ড চেক

পুরাতন ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকলে services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করে এনআইডি একাউন্ট রেজিস্টার করার মাধ্যমে আপনার পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার পাশাপাশি সেটি ডাউনলোডও করতে পারবেন। তবে, এনআইডি নাম্বার জানা না থাকলে জিডি করতে হবে এরপর রি-ইস্যুর আবেদন করতে হবে।

অতঃপর, রি-ইস্যু ফি প্রদান করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন অনুমোদন হলে এনআইডি একাউন্টে লগইন করার মাধ্যমে আপনার পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। যাদের আইডি কার্ড অনলাইন করা নেই, তারা এই পদ্ধতিতে পুরাতন আইডি কার্ড চেক করতে এবং ডাউনলোড করতে পারবেন।

FAQ

চুরি হওয়া ভোটার আইডি কার্ড ডাউনলোড করবো কিভাবে?

চুরি হওয়া ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য থানায় একটি জিডি করতে হবে। এরপর, জিডির কপি দিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ড রি-ইস্যু ফি জমা দিয়ে রি-ইস্যুর আবেদন করতে হবে। অতঃপর, চুরি হওয়া ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

নষ্ট হওয়া এনআইডি কার্ড ডাউনলোড করবো কিভাবে?

নষ্ট হয়ে যাওয়া এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য ভোটার আইডি কার্ড রি-ইস্যু ফি জমা দিয়ে এনআইডি একাউন্ট থেকে রিইস্যুর আবেদন করতে হবে। অতঃপর, আবেদন সম্পন্ন হলে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

সারকথা

উপরোক্ত এই ধাপগুলো অনুসরণ করে আপনার ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে রিইস্যুর জন্য আবেদন করতে পারবেন এবং পুরাতন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন। যদি আইডি কার্ড নষ্ট হয়ে যায় বা ঠিকানা পরিবর্তন করার পর রি-ইস্যু করতে চান তাহলে থানায় গিয়ে জিডি করার প্রয়োজন নেই। সরাসরি অনলাইন থেকে রিইস্যুর আবেদন করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *