ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন। বিস্তারিত পদ্ধতি জানতে সম্পূর্ণ পড়ুন।
নতুন ভোটার নিবন্ধন করার পর ভোটার আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা জানার জন্য NID Card Online Check করতে হয়। NID Number অথবা ফরম নাম্বার এবং জন্ম তারিখ সহ বেশ কিছু তথ্য দিয়ে এনআইডি কার্ড চেক করতে পারবেন।
ভোটার আইডি কার্ড চেক
ভোটার আইডি কার্ড চেক করতে services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। রেজিস্টার করুন বাটনে ক্লিক করে এনআইডি বা ফরম নাম্বার লিখুন। জন্ম তারিখ লিখুন এবং ক্যাপচা পূরণ করুন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আইডি কার্ড হয়েছে কিনা জানতে পারবেন।
ফরম নাম্বার দিয়ে NID Card Online Check করতে চাইলে শুরুতে NIDFN লিখতে হবে। উদা: NIDFN12345677 । আরও বিস্তারিত পদ্ধতি নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক
Services nidw gov bd ওয়েবসাইট ভিজিট করুন। রেজিস্টার করুন বাটনে ক্লিক করে NID/Form Number এবং জন্ম তারিখ লিখুন। ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর, পপআপ আসলে বুঝতে হবে এনআইডি কার্ড তৈরি হয়েছে।
পপআপ না এসে অন্য কোনো লেখা উঠলে বুঝতে হবে জাতীয় পরিচয় পত্র এখনো তৈরি হয়নি। যদি পপআপ আসে, তাহলে বহাল বাটনে ক্লিক করে ঠিকানা, মোবাইল নাম্বার ও ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে এনআইডি একাউন্ট রেজিস্টার করতে পারবেন এবং প্রোফাইল থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
- services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইট ভিজিট করুন
- এনআইডি বা ফরম নাম্বার লিখুন (ফরম নাম্বার লিখলে শুরুতে NIDFN লিখুন। ex: NIDFN1234567)
- DD-MM-YYYY ফরম্যাটে জন্ম তারিখ লিখুন
- ক্যাপচা পূরণ কোর সাবমিট বাটনে ক্লিক করুন
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।
SMS এর মাধ্যমে নতুন ভোটার আইডি চেক
SMS এর মাধ্যমে ভোটার আইডি চেক করার জন্য ম্যাসেজ অপশনে গিয়ে NID<স্পেস>Form Number<স্পেস>DD-MM-YYYY লিখে 105 নাম্বারে Send করুন। আপনার ভোটার আইডি প্রস্তুত হয়ে থাকলে ফিরতি ম্যাসেজে NID Number সহ জানিয়ে দেয়া হবে।
- মোবাইলের ম্যাসেজ অপশন ওপেন করুন
- NID<স্পেস>Form Number<স্পেস>dd-mm-yyyy<স্পেস>ফরম্যাটে জন্ম তারিখ লিখুন
- উদাহরণ – NID 123456789 19-05-2001
- ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করুন। ফিরতি ম্যাসেজে আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হবে।
সাধারণত ভোটার নিবন্ধন করে বায়োমেট্রিক তথ্য প্রদান করার পর এসএমএস এর মাধ্যমে এনআইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়। কিন্তু, ভোটার হওয়ার কয়েক মাস পরেও অনেকেই এসএমএস পান না। তারা চাইলে এই পদ্ধতি অনুসরণ করে আইডি কার্ডের নাম্বার জেনে নিতে পারবেন। এরপর, ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।
FAQ
ভোটার আইডি কার্ড তৈরি করতে কি কি লাগে?
ভোটার আইডি কার্ড তৈরি করতে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে হয়। আবেদন করার সময় প্রয়োজনীয় সকল তথ্য দিতে হবে। এরপর, আবেদন অনুমোদন হলে নতুন ভোটার হতে পারবেন।
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করবো কীভাবে?
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার জন্য এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হবে। এনআইডি একাউন্ট রেজিস্টার করার জন্য ভোটার স্লিপ নাম্বার ব্যবহার করতে পারবেন। এরপর, আপনার একাউন্টে লগইন করে আইডি কার্ড চেক করতে পারবেন।
ভোটার আইডি কার্ড চেক 2024
যারা ২০২৩ সালে ভোটার নিবন্ধন করেছেন কিন্তু এখনো ভোটার আইডি কার্ড পাননি, তারা অনলাইনে ভোটার স্লিপ নাম্বার অথবা ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে ভোটার একাউন্ট রেজিস্টার করুন। এরপর, একাউন্টে লগইন করে NID Card Check 2024 করতে পারবেন।
nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায়?
হ্যাঁ, আপনার NID নাম্বার দিয়ে ভোটার একাউন্ট রেজিস্টার করার মাধ্যমে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়া, অন্যের আইডি কার্ডের নাম্বার দিয়েও তার তথ্য যাচাই করার মাধ্যমে সত্য-মিথ্যা যাচাই করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত যেকোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করবো। এতক্ষণ সময় নিয়ে পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ।
সারকথা
ভোটার আইডি কার্ড হয়েছে কিনা জানতে ভোটার আইডি কার্ডের নাম্বার বা ফরম নাম্বার ব্যবহার করুন। উপরে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে আপনার এনআইডি কার্ড চেক করতে পারবেন।
তবে, আপনি যদি অন্য কারো ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করতে চান, তাহলে জাতীয় পরিচয় পত্র যাচাই করার পদ্ধতিটি অনুসরণ করুন।
1488348814
ফরম নাম্বারটি দিয়ে এই পোস্টে উল্লেখ করে দেয়া পদ্ধতি অনুসরণ করে ভোটার আইডি কার্ড চেক বা ডাউনলোড করতে পারবেন।
117248048
পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করুন।
এন আই ডি
form hariye geche ,,,,ekhn ki bujhar kono upay ache j id hoiche ki hoy nai
ফরম হারিয়ে গিয়ে থাকলে উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করে আপনার আইডি কার্ড হয়েছে কিনা জেনে নিতে পারবেন।