অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদন করার পর কত দিন লাগে ভোটার আইডি কার্ড সংশোধন করতে তা নিয়ে আজকের এই ব্লগে আপনাদের সাথে বিস্তারিত তথ্য শেয়ার করবো।

জাতীয় পরিচয় পত্রে যদি কোনো ভুল থাকে, তবে তা সংশোধন করা আবশ্যক। ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন করার পর কতদিন লাগে সংশোধন হতে তা অনেকেই জানেন না।

সংশোধনের ধরণের উপর নির্ভর করে আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে তা নির্ভর করে। তো চলুন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে

ভোটার আইডি কার্ড সংশোধন করতে ৭ দিন থেকে শুরু করে ৪৫ দিন পর্যন্ত লেগে থাকে। ‘ক’ ক্যাটাগরির সংশোধন আবেদন অনুমোদন হতে ৭ দিন, ‘খ’ ক্যাটাগরির সংশোধন আবেদন অনুমোদন হতে ১৫ দিন, ‘গ’ ক্যাটাগরির সংশোধন আবেদন অনুমোদন হতে ৩০ দিন এবং ‘ঘ’ ক্যাটাগরির সংশোধন আবেদন অনুমোদন হতে ৪৫ দিন পর্যন্ত সময় লেগে থাকে।

সংশোধনের ক্যাটাগরির উপর ভিত্তি করে আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে তার একটি তালিকা এবং সংশোধনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবির একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

সংশোধনের ক্যাটাগরিকতদিন সময় লাগেদায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
৭ দিনউপজেলা নির্বাচন অফিসার
১৫ দিনজেলা নির্বাচন অফিসার
৩০ দিনআঞ্চলিক নির্বাচন অফিসার
৪৫ দিনNID Wing এর মহাপরিচালক

উপরোক্ত তালিকায় এনআইডি কার্ড সংশোধন হতে কতদিন সময় লাগে তা উল্লেখ করে দেয়া হয়েছে। এছাড়াও, ক্যাটাগরি ভিত্তিতে সংশোধনের দায়িত্ব কার উপর পড়বে তা এখানে জানতে পারবেন। তবে, নির্দিষ্ট সময়ের থেকে ২-৩ দিন কম বা বেশি হতে পারে। কারণ, সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি সহ বিভিন্ন বিষয়ের কারণে কিছুটা পিছিয়ে যেতে পারে।

Telegram ChannelJoin Telegram
Facebook PageFollow on Facebook

ভোটার আইডি কার্ড সংশোধনের নিয়ম

ভোটার আইডি কার্ড সংশোধন করার দুইটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে, অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করা এবং অপরটি হচ্ছে উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে।

অনলাইনে কিংবা উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে যেভাবেই এনআইডি কার্ড সংশোধনের আবেদন করুন না কেন, প্রথমে এটি NID Wing এর হেড অফিসে কর্মরত থাকা অফিসারের কাছে জমা হবে। এরপর, তিনি ক্যাটাগরি হিসেবে বিবেচনা করে সংশোধনের কাজটি উপজেলা, জেলা কিংবা আঞ্চলিক নির্বাচন অফিসারের কাছে পাঠাবেন।

এরপর, আবেদন যাচাই-বাছাই করার পর যদি অনুমোদন করা হয়, তখন ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করা হয়।

আরও পড়ুন —

ভোটার আইডির ক ক্যাটাগরির সংশোধনসমূহ

  1. জন্ম তারিখ সংশোধন (সর্বোচ্চ ৩ বছর)
  2. নামের বানান সংশোধন
  3. লিঙ্গ পরিবর্তন
  4. মোবাইল নাম্বার পরিবর্তন
  5. নামের আংশিক পরিবর্তন
  6. বৈবাহিক অবস্থা সংশোধন
  7. রক্তের গ্রুপ সংশোধন
  8. ঠিকানা সংশোধন
  9. বাংলা ও ইংরেজি নাম মিলকরণ

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।

ভোটার আইডির খ ক্যাটাগরির সংশোধনসমূহ

  • ছবি, স্বাক্ষর, আঙ্গুলের ছাপ, আইরিশ আপডেট
  • ধর্ম পরিবর্তন
  • স্বামী বা স্ত্রীর নাম সংযোজন/বিয়োজন
  • জন্ম তারিখ সংশোধন (সর্বোচ্চ ৫ বছর)
  • শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন
  • অসমর্থতা/প্রতিবন্ধীতা

আরও পড়ুন —

ভোটার আইডির গ ক্যাটাগরির সংশোধন

  • জন্ম তারিখ সংশোধন (৫ বছরের বেশি) — (বয়স্কভাতা অর্জনের বসয় সীমা, নির্বাচনে প্রার্থীর সীমা, মুক্তিযোদ্ধা, ভোটার যোগ্যতা, চাকরীর বয়স সীমা ব্যতীত।)
  • সম্পূর্ণ নাম পরিবর্তন (বোর্ড পরীক্ষার সনদপত্রের ভিত্তিতে)

ভোটার আইডির ঘ ক্যাটাগরির সংশোধন

  • সম্পূর্ণ নাম পরিবর্তন (বোর্ড পরীক্ষার সনদপত্র ছাড়া অন্য প্রমাণ সাপেক্ষে)
  • জন্ম তারিখ সংশোধন — (বয়স্কভাতা অর্জনের বসয় সীমা, নির্বাচনে প্রার্থীর সীমা, মুক্তিযোদ্ধা, ভোটার যোগ্যতা, চাকরীর বয়স সীমা সহ সকল ক্ষেত্রে।)

কিভাবে ভোটার আইডি কার্ড দ্রুত সংশোধন করা যাবে

ভোটার আইডি কার্ড দ্রুত সংশোধন করতে চাইলে ক্যাটাগরি ভিত্তিক যেসব প্রমাণপত্র বা কাগজপত্র চাওয়া হবে, সেগুলো আপলোড করতে হবে। সকল তথ্য ঠিক থাকলে অনেক দ্রুত সংশোধন আবেদন অনুমোদন হয়। সাধারণত ৭ দিন থেকে ৪৫ দিনের মাঝেই ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদন অনুমোদন হয়। সবকিছু ঠিক থাকলে এর আগেও অনুমোদন হতে পারে।

সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে?

সাধারণত ৭ দিন থেকে শুরু করে ৪৫ দিনের মাঝেই ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদন অনুমোদন করা হয়ে থাকে। সংশোধন করার সহয় চাহিত সকল ডকুমেন্ট দিতে হবে। এতে করে দ্রুত সংশোধন হতে পারে।

জাতীয় পরিচয় পত্র সংশোধনের ক্যাটগরি কতটি?

জাতীয় পরিচয় পত্র সংশোধনের মোট ০৪ টি ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি ভিত্তিতে সংশোধনের সময়ের মাঝে পার্থক্য হয়ে থাকে। ক ক্যাটাগরিতে ৭ দিন, খ ক্যাতাগরিতে ১৫ দিন, গ ক্যাটাগরিতে ৩০ দিন এবং ঘ ক্যাটাগরিতে ৪৫ দিন সময় লেগে থাকে।

সারকথা

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে এই বিষয়টি নিয়ে বিস্তারিত সঠিক তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আপনি যদি ভোটার আইডি কার্ড সংশোধন করতে চান বা সংশোধনের আবেদন করে থাকেন এবং জানতে চান যে কতদিন লাগবে সংশোধন হতে, তাহলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

হোমপেজNID BD
ক্যাটাগরিNID Card
আইডি কার্ড চেকNID Card Check
ভোটার আইডি কার্ড ডাউনলোডNID Card Download
স্মার্ট কার্ড চেকNID Smart Card Status Check

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *