ভোটার আইডি কার্ড চেক করার সময় অথবা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সময় ‘অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পরে আবার চেষ্টা করুন’ এই সমস্যাটি যদি দেখা দেয়, তাহলে কিভাবে সমস্যাটির সমাধান করবেন এই বিষয়ে বিস্তারিত থাকছে এই পোস্টে।
আমরা ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করার জন্য এবং ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য NID Wing এর ওয়েবসাইট ভিজিট করে থাকি। ফরম নাম্বার দিয়ে যখন একাউন্ট রেজিস্টার করতে যাই, তখন ‘অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পরে আবার চেষ্টা করুন’ এই সমস্যাটি অনেকের ক্ষেত্রেই দেখা দেয়।
এই সমস্যাটি কী কারণে দেখা দেয় এবং কিভাবে এটি সমাধান করতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকের এই পোস্টে বিস্তারিত তথ্য শেয়ার করবো। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।
এই পোস্টের বিষয়বস্তু
অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পরে আবার চেষ্টা করুন
নতুন ভোটাররা ভোটার একাউন্ট নিবন্ধন করতে গেলে ফরম নাম্বার ব্যবহার করে। ফরম নাম্বার ব্যবহার করলে এই সমস্যাটি দেখা দেয়। এর মূল কারণ হচ্ছে, ফরম্যাট অনুযায়ী ফরম নাম্বার ইনপুট না করা। এছাড়া, সার্ভারে সমস্যা, ভুল তথ্য ইনপুট করা এবং এনআইডি সার্ভারে উক্ত ব্যক্তির এনআইডি তৈরি না হওয়ার জন্যও এই সমস্যা দেখা দেয়।
অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পরে আবার চেষ্টা করুন এই সমস্যাটি দেখা দেয়ার মূল কারণ হচ্ছে ফরম নাম্বার ভুলভাবে ইনপুট দেয়া। যখন ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে বা এনআইডি একাউন্ট রেজিস্টার করতে যাবেন, তখন NIDFN লিখে স্পেস ছাড়াই ফরম নাম্বার লিখতে হয়।
অর্থাৎ, আপনি যদি ফরম নাম্বারের ঘরে শুধু ফরম নাম্বার লেখেন, তাহলে উপরোক্ত সমস্যাটি দেখা দিবে। যেভাবে লিখলে এই সমস্যা দেখা দেয় এবং যেভাবে লিখলে এই সমস্যা আসবেনা তা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।
ভুল পদ্ধতি | সঠিক পদ্ধতি |
123456789 | NIDFN123456789 |
এই পদ্ধতিতে ভোটার একাউন্ট নিবন্ধন করার চেষ্টা করলে উপরোক্ত সমস্যা আর দেখা দিবেনা। তবে, এরপরেও যদি একই সমস্যা দেখা দেয়, তাহলে অপেক্ষা করতে হবে। কারণ, এনআইডি সার্ভারে সমস্যা থাকতে পারে। কিছুদিন অপেক্ষা করলে এই সমস্যা সমাধান হয়ে যেতে পারে।
আরও পড়ুন —
আপনি ভোটার নিবন্ধন করার কমপক্ষে ১ মাস থেকে ৩ মাস সময় পর যদি ভোটার একাউন্ট নিবন্ধন করার চেষ্টা করেন, তাহলে এই সমস্যা আসবেনা। কারণ, অনেকসময় এনআইডি কার্ড তৈরি না হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়ে থাকে।
এনআইডি সার্ভারে সমস্যা
এনআইডি সার্ভারের উন্নতির জন্য কাজ চলমান থাকলে সাধারণত এই ধরনের সমস্যা দেখা দেয়। সঠিক তথ্য এন্টার করার পরেও “অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পরে আবার চেষ্টা করুন” এই সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে, এনআইডি সার্ভারের সমস্যা ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
এক থেকে দুই সপ্তাহ অপেক্ষা করে আবার চেষ্টা করে দেখুন। যদি সার্ভারে কোনো সমস্যা থাকে, তাহলে অপেক্ষা করলে সেটি ঠিক হয়ে যাবে।
এনআইডি কার্ড তৈরি হয়নি
নতুন ভোটার নিবন্ধন করার পর কমপক্ষে ৩ মাস সময় লাগে এনআইডি কার্ড তৈরি হওয়ার জন্য। এনআইডি কার্ড তৈরি হয়ে গেলে এসএমএস এর মাধ্যমে এনআইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়। যারা এসএমএস এর মাধ্যমে NID No পেয়েছেন, তারা সহজেই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
যারা এসএমএস পাননি, তারা ভোটার আইডি কার্ড চেক করে দেখুন আপনার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা। তবে, ভোটার রেজিস্ট্রেশন করার ৩ মাস অপেক্ষা না করেই যদি আইডি কার্ড চেক করতে যান, তাহলে উপরোক্ত সমস্যা দেখা দিতে পারে। তাই, অপেক্ষা করে দেখতে হবে সমস্যাটি সমাধান হয় কিনা।
যদি সমস্যার সমাধান না হয়, তাহলে নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে। এরপর, তাদেরকে আপনার সমস্যার কথাটি বললে তারা সমাধান করে দিবে।
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।
সারকথা
অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পরে আবার চেষ্টা করুন এই সমস্যাটি দেখা দিলে আপনার সকল তথ্য যাচাই করে দেখুন। সব তথ্য ঠিক থাকলে এই সমস্যা দেখাবে না। যদি তারপরেও একই সমস্যা দেখা দেয়, তাহলে কিছু সময় পরে আবারও চেষ্টা করুন। এনআইডি সার্ভার জনিত সমস্যার কারণে অধিকাংশ সময় এই সমস্যা দেখা দেয়।