জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ডের আবার মেয়াদ হয় নাকি? অনেকেই শুনে একটু অবাক হতে পারেন। আমাদের এনআইডি কার্ডের মেয়াদ আছে নাকি তা নিয়ে এই পোস্টে বিস্তারিত জানতে পারবেন।
বাংলাদেশে জন্ম নেয়া একজন ব্যক্তি ১৮ বছর বয়স হলে ভোটার নিবন্ধন করার পর একটি ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারে। যেটি তার নিজস্ব পরিচয় বহন করে। দেশের বিভিন্ন কাজে উক্ত এনআইডি কার্ড প্রয়োজন হয়ে থাকে।
যারা পূর্বে ভোটার হয়েছে বা এখন ভোটার হচ্ছেন, তারা অনেকেই শুনে থাকবেন যে, এনআইডি কার্ডের মেয়াদ আছে। মেয়াদ আছে কিনা বা মেয়াদ থাকলেও কত বছর তা নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কত বছর
জাতীয় পরিচয় পত্র প্রদান করার পর থেকে ১৫ বছর পর্যন্ত মেয়াদ আছে এমন কথা নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন। তবে, জাতীয় পরিচয় পত্রের এমন কোনো মেয়াদ নেই। স্মার্ট কার্ড প্রদানের উদ্দেশ্যে ২ বছর মেয়াদি জাতীয় পরিচয়পত্র প্রদান করা হলেও তা পরবর্তীতে আজীবন মেয়াদের করে দেয়া হয়েছে।
অর্থাৎ, যারা ভাবছেন যে আমার জাতীয় পরিচয় পত্রের মেয়াদ ২ বছর বা ১৫ বছর, তারা ভুল ভাবছেন। জাতীয় পরিচয় পত্রের কোনো মেয়াদ নেই। বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এনআইডি একাউন্ট রেজিস্টার করার পর ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
যারা নতুন ভোটার হয়েছেন, তারা টোকেন নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনার ভোটার আইডি কার্ড হয়েছে কিনা জানা না থাকলে, ভোটার আইডি কার্ড চেক করে দেখতে পারেন। এরপর, এনআইডি কার্ড ডাউনলোড করে আজীবন ব্যবহার করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।
স্মার্ট কার্ডের মেয়াদ কত বছর
ইতোমধ্যে ১ কোটি ১০ লক্ষের বেশি মানুষকে স্মার্ট এনআইডি কার্ড প্রদান করা হয়েছে। এসব স্মার্ট কার্ডের কোনো মেয়াদ নেই। একজন ব্যক্তি জীবিত থাকা পর্যন্ত উক্ত স্মার্ট আইডি কার্ড ব্যবহার করতে পারবেন।
এছাড়া, বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে অবশিষ্ট ভোটারদেরকে স্মার্ট আইডি কার্ড প্রদান করার লক্ষ্যে কাজ চলমান আছে। যারা নতুন করে স্মার্ট এনআইডি কার্ড পাবেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। এই স্মার্ট আইডি কার্ডের কোনো মেয়াদ নেই।
যারা ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট আইডি কার্ড পাননি, তারা স্মার্ট কার্ড চেক করে স্ট্যাটাস জেনে নিতে পারেন। এতে করে, আপনার স্মার্ট কার্ডটি কবে বিতরণ করা হবে তা জানতে পারবেন।
সারকথা
ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ডের কোনো মেয়াদ নেই। অনেক জায়গায় হয়তো দেখে থাকবেন যে প্রদান করার পর থেকে এগুলোর মেয়াদ ১৫ বছর। আবার অনেক জায়গায় বলা আছে যে মেয়াদ শেষ হলে ফি প্রদান করে রিনিউ করতে হবে, এসব ভুল তথ্য।
আপনার ভোটার আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ডের মেয়াদ আজীবন। তাই, চিন্তা ছাড়াই আপনার ভোটার আইডি কার্ডটি ব্যবহার করতে পারবেন।