জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয় কী এবং হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় নিয়ে আজকের এই ব্লগে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

ভুলবশত যদি আমাদের এনআইডি কার্ড হারিয়ে যায়, তাহলে কীভাবে সেটি ফেরত পাবেন এটি নিয়ে অনেকের মনেই বিভিন্ন প্রশ্ন ঘুরে। আবার, হারানো আইডি কার্ড ডাউনলোড করা যায় কিনা তা অনেকেই জানেন না। তবে, এই পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনার হারিয়ে যাওয়া আইডি কার্ড আবারও ডাউনলোড করতে পারবেন।

তো চলুন, ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার নিয়ম এবং আবারও ভোটার আইডি কার্ড রি-ইস্যু করার মাধ্যমে ভোটার আইডি কার্ড সংগ্রহ করার উপায় জেনে নেয়া যাক।

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয় হচ্ছে প্রথমেই একটি জাতীয় পরিচয় পত্র হারানোর জিডি করতে হবে, এরপর জিডির কপি সংগ্রহ করে অনলাইনে ভোটার আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করতে হবে এবং জিডির কপি আপলোড ও পেমেন্ট করতে হবে। এরপর, আবেদন অনুমোদন হলে হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে আমাদের প্রথমেই জিডি করতে হবে। যে এলাকায় আইডি কার্ডটি হারিয়ে গেছে, সেই এলাকার থানায় লিখিত মর্মে একটি জিডি করতে হবে এবং জিডির কপিটি সংগ্রহ করতে হবে। নিচে জাতীয় পরিচয় পত্র হারানোর জিডি লেখার নিয়ম উল্লেখ করে দেয়া হয়েছে।

আরও পড়ুন —

জাতীয় পরিচয়পত্র হারানোর জিডি লেখার নিয়ম

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে নিম্নোক্ত নমুনা অনুসরণ করে অনেক সহজেই আপনার ভোটার আইডি কার্ড হারানোর জিডি করার জন্য আবেদন পত্র লিখতে পারবেন।

তারিখ: ১১/০৫/২০২৪
বরাবর,
অফিসার ইনচার্জ,
কোতওয়ালি থানা
রংপুর সদর, রংপুর

বিষয়: সাধারন ডায়েরির জন্য আবেদন

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ওয়াহিদ উদ্দিন, পিতা- মোঃ বাদল মিয়া, গ্রাম- কিশামত হরকলি, ডাকঘরঃ পাগলাপীর-৫৪০০, উপজেলাঃ দিনাজপুর সদর, জেলাঃ দিনাজপুর, আমি কোতওয়ালি থানায় হাজির হয়ে এই মর্মে লিখিতভাবে জানাচ্ছি যে, গত ০৯/০৫/২০২৪ তারিখে আমার নিজ বাড়ি হতে দিনাজপুর সদর আসার পথে অজ্ঞাত স্থানে আমার ভোটার আইডি কার্ডটি হারিয়ে ফেলি।

জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড নাম্বার: ১২৩৪ ৫৪৬ ৮৯৭ । সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও আমি আইডি কার্ডটি খুঁজে পাইনি। এমতাবস্থায় নিরাপত্তার জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা একান্ত প্রয়োজন।

অতএব, উপরোক্ত বিষয়ে সাধারণ ডায়েরিভুক্ত করতে আপনার সু-আজ্ঞা হয়।

নিবেদক
ওয়াহিদ উদ্দিন
মোবাইল: ০১৯৮৪৭৫৯৯৩৩
ঠিকানা:

উপরোক্ত এই নমুনাটি অনুসরণ করে ভোটার আইডি কার্ড হারানোর একটি জিডি বা সাধারণ ডায়েরি করতে পারবেন। এই জিডি করার দুইটি কারণ রয়েছে। এক – উক্ত আইডি কার্ড হারানোর পর কেউ পেয়ে অপরাধমূলক কাজ করলে এতে আপনি সুরক্ষিত থাকবেন এবং দুই – আপনি উক্ত জিডির কপি নিয়ে নতুন করে হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড এর আবেদন করতে পারবেন।

উপরোক্ত আবেদন পত্রটি দুইটি কপি করার পর কপি দুটি থানায় থাকা ইনচার্জ অফিসারকে দিয়ে জিডি লিখে নিবেন এবং জিডির কপি, ইনচার্জ অফিসারের নাম, তার পদবি, থানার নাম ইত্যাদি নিবেন। এরপর, জিডির কপিটি অনলাইনে আপলোড করে রি-ইস্যুর আবেদন করতে হবে।

স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয়

এনআইডি স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয় হচ্ছে নিকটস্থ থানায় জিডি করা। জিডি করার পর পুলিশ অফিসারের কাছে থেকে স্বাক্ষর সহ জিডির কপি সংগ্রহ করতে হবে। এরপর, জিডির কপি দিয়ে অনলাইনে স্মার্ট আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করতে হবে। তাহলে, নতুন করে হারানো স্মার্ট আইডি কার্ড পাওয়া যাবে।

স্মার্ট এনআইডি কার্ড হারিয়ে গেলে নিকটস্থ থানায় গিয়ে একটি স্মার্ট কার্ড হারানো জিডি করতে হবে। এরপর, জিডির কপি নিয়ে অনলাইনে স্মার্ট আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনের ধরণ থেকে Regular Smart Card অথবা Urgent Smart Card অপশন সিলেক্ট করতে হবে।

এরপর, আবেদন সম্পন্ন করলে নতুন করে স্মার্ট এনআইডি কার্ড পেয়ে যাবেন। ভোটার আইডি কার্ড রি ইস্যু আবেদন করার নিয়ম নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন —

হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড

হারানো আইডি কার্ড বের করতে চাইলে যে এলাকায় আইডি কার্ডটি হারিয়ে গেছে তার নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। এরপর, জিডির কপি এবং ফি জমা দিয়ে অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করতে হবে। তাহলে হারানো আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

এনআইডি স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয় কী তা এবং হারানো আইডি কার্ড উত্তোলনের অনলাইন আবেদন করার নিয়ম নিয়ে নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।

হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

হারানো আইডি কার্ড উত্তোলন করতে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় আইডি কার্ড হারানোর যে জিডি করা হয়েছিলো, সেই আপলোড করতে হবে এবং ফি জমা দিতে হবে। নিচে বিস্তারিত পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।

ধাপ ১. এনআইডি ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন

হারানো আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমেই বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইট services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এনআইডি কার্ডের নাম্বার বা ফরম নাম্বার, জন্ম তারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার যাচাই এবং ফেস ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন করতে পারবেন।

ধাপ ২. হারানো আইডি কার্ড উত্তোলনের অনলাইন আবেদন

রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করবেন। একাউন্টে লগইন করার পর ডান দিকের মেনু থেকে রি-ইস্যু অপশনে ক্লিক করবেন। অতঃপর, নিচের স্কিনশট এর মতো একটি ফর্ম আসবে। এটি আপনার জিডির তথ্য দিয়ে পূরণ করবেন।

হারানো আইডি কার্ড উত্তোলনের অনলাইন আবেদন
হারানো আইডি কার্ড উত্তোলনের অনলাইন আবেদন

ধাপ ৩. আবেদনের ধরণ নির্বাচন ও পেমেন্ট

উপরোক্ত ফর্মটি পূরণ করার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন এবং আবেদনের ধরণ থেকে রি-ইস্যু সিলেক্ট করে দিবেন। এরপর, বিতরণের ধরণ থেকে রেগুলার/আর্জেন্ট কিংবা রেগুলার স্মার্ট কার্ড/আর্জেন্ট স্মার্ট কার্ড সিলেক্ট করে দিবেন।

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়

এরপর, পরবর্তী বাটনে ক্লিক করে জিডির স্ক্যান কপিটি অনলাইনে আপলোড করে দিবেন এবং যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যম দিয়ে অনলাইনে রি-ইস্যু ফি পেমেন্ট করে দিবেন।

ধাপ ৪. আইডি কার্ড ডাউনলোড করুন

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করার পর অপেক্ষা করতে হবে। আপনি আবেদনটি অনুমোদিত হয়ে গেলে আনাকে এসএমএস করে জানানো হবে। এরপর, আপনি জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগইন করে হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

যদি স্মার্ট আইডি কার্ড হারিয়ে গিয়ে থাকে, তাহলে এসএমএস দিয়ে আপনার স্মার্ট আইডি কার্ড কবে দেয়া হবে তা জানিয়ে দেয়া হবে। ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন গিয়ে হারানো আইডি কার্ড উত্তোলন করতে পারবেন।

এই পদ্ধতিটি অনুসরণ করে ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার নিয়ম মেনে একটি জিডি করার পর জিডির কপি দিয়ে অনলাইনে হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করতে পারবেন।

সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলী

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কি করতে হবে?

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে প্রথমেই যে স্থানে হারিয়ে গেছে তার নিকটবর্তী থানায় একটি জিডি করতে হবে এবং জিডির কপি ও থানার উক্ত কর্মকর্তার নাম,পদবি,মোবাইল নাম্বার ইত্যাদি নিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করতে হবে।

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিভাবে উঠানো হয়?

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জিডি করার পর জিডির কপি নিয়ে অনলাইনে আবেদন করতে হয়। আবেদন করার পর আবেদন অনুমোদন হলে এসএমএস করে জানানো হয়। এরপর, অনলাইন থেকে সহজেই হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায়।

জিডি করতে কত টাকা লাগে?

হারানো ভোটার আইডি কার্ড ফিরে পেতে জিডি করতে কোনো টাকা লাগেনা।

এনআইডি স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয় কী?

এনআইডি স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয় হচ্ছে জিডি করা এবং জিডির কপি দিয়ে অনলাইনে স্মার্ট এনআইডি কার্ড রি-ইস্যুর জন্য আবেদন করা। আবেদন করার সময় ভোটার আইডি কার্ড রি-ইস্যুর আবেদন ফি জমা দিতে হবে।

সারকথা

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয় এবং কিভাবে হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন তা নিয়ে এই পোস্টে আপনাদের সাথে বিস্তারিত পদ্ধতি শেয়ার করেছি। পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়লে হারানো এনআইডি কার্ড উত্তোলন করার উপায় সম্পর্কে জানতে পারবেন।

হোমপেজNID BD
ক্যাটাগরিNID Card
আইডি কার্ড চেকNID Card Check
স্মার্ট কার্ড চেকNID Smart Card Status Check

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *