১৭ সংখ্যার এনআইডি কার্ডের নাম্বার প্রয়োজন? কিন্তু আপনার এনআইডি কার্ড ১০ বা ১৩ সংখ্যার? তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

স্মার্ট আইডি কার্ড বিতরণ করার সময় পূর্বের এনআইডি কার্ডগুলো নিয়ে নেয়া হয়। ফলে, যাদের কাছে ১৭ সংখ্যার এনআইডি কার্ড বা ১৩ সংখ্যার এনআইডি কার্ড ছিলো, সেগুলো দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হয়েছে। কিন্তু, পরবর্তীতে যাদের ১৭ বা ১৩ সংখ্যার এনআইডি কার্ডের নাম্বার প্রয়োজন হয়, তারা সমস্যায় পড়ে যায়। কারণ, স্মার্ট আইডি কার্ডে ১০ সংখ্যা থাকে।

তাই, কীভাবে ১০ সংখ্যার স্মার্ট কার্ডের নাম্বার থেকে ১৭ সংখ্যার এনআইডি নাম্বার বের করা যায় এই বিষয়ে বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।

১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার এনআইডি বের করার নিয়ম

১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার এনআইডি বের করার জন্য স্মার্ট আইডি কার্ডের পিছনের সাইডে থাকা বার কোড স্ক্যান করতে হবে। এরপর, কিছু কোড দেখতে পারবেন। এখানে <pin> </pin> লেখার মাঝে ১৭ ডিজিটের একটি নাম্বার দেখতে পারবেন। এটি হচ্ছে আপনার ১৭ ডিজিটের NID নাম্বার।

এই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্মার্ট আইডি কার্ডের ১০ ডিজিটের নাম্বার থেকে ১৭ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার বের করতে পারবেন। তবে, এই পদ্ধতি অনুসরণ করার জন্য একটি স্মার্টফোন এবং একটি অ্যাপ ব্যবহার করতে হবে। নিচে আরও বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।

স্মার্ট আইডি কার্ড থেকে পুরাতন আইডি কার্ড

১০ ডিজিটের স্মার্ট আইডি কার্ডের নাম্বার থেকে পুরাতন ১৭ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার বের করার জন্য স্মার্ট আইডি কার্ডের পিছনে বার কোড স্ক্যান করতে হবে। এরপর, যে কোডগুলো দেখবেন সেখানে <pin> </pin> লেখার মাঝে যে নাম্বার দেখবেন, সেটিই হচ্ছে আপনার পুরাতন আইডি কার্ডের নাম্বার।

১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার এনআইডি
১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার এনআইডি

এই পদ্ধতিটি অনুসরণ করার জন্য আপনার স্মার্টফোনে বার কোড স্ক্যান করার একটি অ্যাপ ইনস্টল করতে হবে। গুগল প্লে স্টোর থেকে যেকোনো একটি বার কোড স্ক্যানার অ্যাপ ইনস্টল করে এই কাজটি করতে পারবেন।

  • প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করুন এবং Bar Code Scanner লিখে সার্চ করুন।
  • যেকোনো একটি অ্যাপ সিলেক্ট করুন এবং ইনস্টল করুন। অতঃপর, অ্যাপটি ওপেন করুন।
  • স্মার্ট আইডি কার্ডের পিছনে থাকা বার কোডটি স্ক্যান করুন আপনার ফোন দিয়ে।
  • এখন কিছু কোড দেখতে পারবেন। <pin> </pin> লেখার মাঝে যে নাম্বার পাবেন, সেটি হচ্ছে আপনার NID নাম্বার

এই পদ্ধতিতে ১০ ডিজিটের NID থেকে ১৭ সংখ্যার এনআইডি বের করতে পারবেন। অতঃপর, ১৭ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বারটি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।

১০ ডিজিটের NID থেকে ১৩ সংখ্যার এনআইডি বের করুন

১০ ডিজিটের স্মার্ট আইডি কার্ডের পিছনে থাকা বার কোডটি আপনার ফোনে যেকোনো বার কোড স্ক্যানার অ্যাপ দিয়ে স্ক্যান করুন। এরপর, যে কোডগুলো দেখবেন সেখানে <pin> </pin> লেখার মাঝে থাকা নাম্বারটি কপি করবেন। অতঃপর, নাম্বারগুলোর শুরুতে থাকা চারটি সংখ্যা বাদ দিবেন। তাহলে, আপনার ১৩ ডিজিটের এনআইডি নাম্বার পেয়ে যাবেন।

১০ সংখ্যার এনআইডি কার্ডের নাম্বার থেকে ১৭ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার বের করার পদ্ধতি অনুসরণ করেই ১৩ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার বের করা সম্ভব। এজন্য, শুধু প্রথমে থাকা চারটি ডিজিট বাদ দিতে হবে। প্রথম চারটি ডিজিট হচ্ছে জন্ম সাল।

আপনার ১৩ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার থেকে ১৭ ডিজিট করতে চাইলে শুরুতে জন্ম সাল যুক্ত করে দিন। তাহলে ১৭ ডিজিট করতে পারবেন। তবে, ১০ ডিজিট থেকে ১৩ ডিজিট বা ১৭ ডিজিট বের করতে চাইলে বার কোড স্ক্যানার অ্যাপ ব্যবহার করতে হবে।

১৩ ডিজিট থেকে ১৭ ডিজিট nid কিভাবে বের করব?

১৩ ডিজিট থেকে ১৭ ডিজিট nid নাম্বার বের করতে ১৩ ডিজিট এনআইডি নাম্বারের সামনে আপনার জন্ম সাল যুক্ত করে দিবেন। তাহলে ১৭ ডিজিটের এনআইডি নাম্বার পেয়ে যাবেন। অর্থাৎ, আপনার এনআইডি নাম্বার যদি হয় 2364578495065 তাহলে সামনে জন্ম সাল 2002 যুক্ত করলে 20022364578495065 ১৭ ডিজিট হয়ে যাবে।

এভাবে, ১৩ ডিজিটের এনআইডি নাম্বার থেকে ১৭ ডিজিট বের করতে পারবেন। একইভাবে ১৭ ডিজিট থেকে ১৩ ডিজিট বের করতে চাইলে প্রথমে থাকা ৪টি সংখ্যা বাদ দিতে হবে।

FAQ

How to get 13 digit NID number from 10 digit

১০ ডিজিটের এনআইডি নাম্বার থেকে ১৩ ডিজিটের এনআইডি নাম্বার পেতে চাইলে এনআইডি কার্ডের পিছনের বারকোডটি স্ক্যান করতে হবে Barcode Scanner অ্যাপ দিয়ে। এরপর, <pin></pin> লেখার মাঝে থাকা নাম্বার কপি করতে হবে। অতঃপর, উক্ত নাম্বারের প্রথম চারটি সংখ্যা বাদ দিতে হবে। তাহলে ১৩ ডিজিটের এনআইডি নাম্বার পাওয়া যাবে।

সারকথা

স্মার্ট আইডি কার্ডে ১০ সংখ্যার নাম্বার থাকে। এটি থেকে ১৩ ডিজিটের এনআইডি নাম্বার বা ১৭ ডিজিটের এনআইডি নাম্বার বের করতে পারবেন অনেক সহজেই। এজন্য, গুগল প্লে স্টোর থেকে Bar Code Scanner অ্যাপ ইনস্টল করে ওপেন করে স্মার্ট আইডি কার্ডে থাকা বার কোড স্ক্যান করুন। এরপর, <pin> </pin> লেখার মাঝে থাকা নাম্বারটি সংগ্রহ করুন। এটি আপনার এনআইডি নাম্বার।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *