ভোটার সিরিয়াল নাম্বার বের করার নিয়ম বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে। ভোটার নং বের করার পদ্ধতি জানতে সম্পূর্ণ পড়ুন।
আসন্ন নির্বাচনে ভোট দেয়ার সময় ভোটার সিরিয়াল নাম্বার প্রয়োজন হবে। ভোটার সিরিয়াল নাম্বার জানা থাকলে সিরিয়াল অনুযায়ী গিয়ে ভোট দেয়া যায়।
যারা সিরিয়াল নাম্বার জানে না, তাদেরকে এনআইডি কার্ড হাতে নিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হয়। Voter Serial Number Check করার মাধ্যমে ভোট কেন্দ্রের নাম সহ বিস্তারিত জানতে পারবেন।
ভোটার সিরিয়াল নাম্বার বের করার নিয়ম
ভোটার সিরিয়াল নাম্বার বের করার জন্য গুগল প্লে স্টোর থেকে Smart Election Management BD অ্যাপ ইনস্টল করুন। অ্যাপটি ওপেন করে আপনার জন্ম তারিখ এবং এনআইডি কার্ডের নাম্বার লিখে Verify বাটনে ক্লিক করুন। তাহলে ভোটার নং জানতে পারবেন।
Smart Election অ্যাপ ব্যবহার করে ভোটার সিরিয়াল নাম্বার, ভোট কেন্দ্রের নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, ভোটার নাম্বার এবং নির্বাচনী ফলাফল জানা সম্ভব। ভোট শুরু হওয়ার পূর্বে বা চলমান সময়ে এই অ্যাপ ব্যবহার করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
তবে, তফসিল ঘোষিত যেকোনো নির্বাচন ছাড়া এই অ্যাপ ব্যবহার করে ভোটার সিরিয়াল/ভোটার নাম্বার/ভোট কেন্দ্র ইত্যাদি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যাবেনা। কিন্তু, ভোটগুলোর ফলাফল জানতে পারবেন অ্যাপের ভিতর থেকেই।
আরও পড়ুন —
Help
কিভাবে সহযোগিতা করতে পারি?