ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট কার্ড পাননি? স্মার্ট কার্ড কিভাবে পাবেন এবং কখন স্মার্ট কার্ড পাবেন এই বিষয়গুলো সম্পর্কে এই পোস্টে বিস্তারিত তথ্য জানতে পারবেন। স্মার্ট কার্ড না পেলে করণীয় সম্পর্কেও এখনে জানতে পারবেন।
স্মার্ট কার্ড অনেক ভোটারকে প্রদান করা হয়েছে কিন্তু এখনো প্রায় ৭ কোটি বা তার বেশি ভোটার স্মার্ট আইডি কার্ড পাননি। স্মার্ট আইডি কার্ড কিভাবে পাবো এটি অনেকেই জানতে চেয়ে থাকেন। আপনি যদি ভোটার হয়ে থাকেন এবং স্মার্ট কার্ড না পেয়ে থাকেন, তাহলে স্মার্ট কার্ড পাওয়ার উপায় জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
মোট ৯ কোটি ভোটারের মাঝে মাত্র ১ কোটির বেশি ভোটার স্মার্ট আইডি কার্ড পেয়েছেন। যারা স্মার্ট কার্ড হাতে পাননি বা স্মার্ট কার্ড বিতরণ হলেও সংগ্রহ করতে পারেননি, তাদের জন্য এই পোস্টটি। তো চলুন, স্মার্ট কার্ড কিভাবে ও কখন পাবেন জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
স্মার্ট কার্ড কিভাবে পাবো
২০১৬ সালের পূর্বের ভোটাররা যারা স্মার্ট আইডি কার্ড এখনো পাননি, তারা স্মার্ট কার্ড পেতে চাইলে ১০ আঙ্গুলের ছাপ এবং আইরিশের ছবি সহ বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে। এরপর, নির্বাচনী থানা থেকে স্মার্ট আইডি কার্ড উত্তোলন করা যাবে। একই পদ্ধতিতে যারা স্মার্ট কার্ড বিতরণ হওয়ার পরেও সংগ্রহ করতে পারেননি, তারা নির্বাচনী থাকায় গিয়ে স্মার্ট কার্ড উত্তোলন করতে পারবেন।
এনআইডি উইং এর কর্মকর্তা জানিয়েছেন, মোট ০৯ কোটি ভোটার এর মাঝে মাত্র ১ কোটির বেশি সংখ্যক ভোটারকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। যারা এখনো স্মার্ট আইডি কার্ড পাননি, তাদের কাছে স্মার্ট আইডি কার্ড বিতরণ সম্পন্ন করতে আরও ২ বছরের মতো সময় লাগতে পারে।
ধীরে ধীরে দেশের প্রায় প্রতিটি এলাকায় স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হচ্ছে। আপনার এলাকায় যদি স্মার্ট আইডি কার্ড বিতরণ করার ক্যাম্পেইন চালু করা হয়, তাহলে সেখানে গিয়ে স্মার্ট কার্ড উত্তলন করতে পারবেন। কিন্তু, স্মার্ট কার্ড তুলতে ভুলে গেলে নির্বাচনী থানা থেকে সংগ্রহ করতে হবে।
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।
স্মার্ট কার্ড কখন পাবেন চেক করুন
স্মার্ট কার্ড হয়েছে কিনা জানার জন্য স্মার্ট কার্ড চেক করার নিয়ম অনুসরণ করতে হবে। এজন্য, https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং জাতীয় পরিচয় পত্র, জন্ম তারিখ লিখে ক্যাপচা পূরণ করতে হবে। অতঃপর, সাবমিট করার পর স্মার্ট আইডি কার্ড হয়েছে কিনা জানতে পারবেন।
আপনার স্মার্ট আইডি কার্ড হয়ে থাকলে শীঘ্রই সেটি উত্তোলন করতে পারবেন বিভিন্ন ক্যাম্পেইন এর মাধ্যমে বা সরাসরি নির্বাচনী থানায় যোগাযোগ করার মাধ্যমে। স্মার্ট আইডি কার্ড স্ট্যাটাস চেক করার জন্য নিচে উল্লিখিত পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।
এসএমএস এর মাধ্যমে স্মার্ট আইডি কার্ড চেক করার পদ্ধতি —
- এসএমএস এর মাধ্যমে এনআইডি স্মার্ট কার্ড হয়েছে কিনা জানার জন্য ম্যাসেজ অপশন ওপেন করুন
- SC NID xxxxxxxxxxxxx ফরম্যাট এ একটি এসএমএস লিখে 105 নাম্বারে সেন্ড করুন
- SC NID 738290482823 এভাবে লিখে 105 নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে ফিরতি ম্যাসেজে Smart Card Status Check করতে পারবেন
এই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আপনার স্মার্ট আইডি কার্ড হয়েছে কিনা জানতে পারবেন। স্মার্ট কার্ড হয়ে থাকলে শীঘ্রই উত্তোলন করতে পারবেন।
তুলে না থাকলে যেভাবে পাবেন স্মার্ট কার্ড
NID Smart Card বিতরণ শুরু হওয়ার পরেও যারা স্মার্ট কার্ড তুলতে পারেননি, তারা মূল ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি নিয়ে নিজের এলাকার নির্বাচনী থানায় গিয়ে সেখানে দায়িত্বরত কর্মকর্তার একটি স্বাক্ষর নিবেন। এরপর, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউশনে যেতে হবে।
অতঃপর, সেখানে দশ আঙ্গুলের ছাপ, আইরিশ এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে। সেখানে দায়িত্বে থাকা কর্মকর্তা আইডি কার্ডের উপর লিখে দিবেন যে বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হয়েছে। এরপর, সেটি নিয়ে নির্বাচনী থানায় গেলে আগের ভোটার আইডি কার্ড এবং স্বাক্ষর দেখিয়ে স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করা যাবে।
যাদের এলাকায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু হওয়ার পর সময় শেষ হয়ে গেছে কিন্তু স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারেননি, তারা এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে স্মার্ট কার্ড উত্তোলন করতে পারবেন। যাদের স্মার্ট কার্ড হয়নি, তারা নিচের পদ্ধতি অনুসরণ করুন।
Smart Card পেতে করণীয়
স্মার্ট কার্ড চেক করার পর যদি দেখা যায় আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হয়নি, তাহলে অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পর সেটি লেমিনেটিং করে ব্যবহার করা ছাড়া উপায় নেই। এটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন। ২০১৬ সালের পূর্বে স্মার্ট কার্ড বিতরণ শুরু করার আগে এভাবে করে অনলাইন কপি লেমিনেটিং করে প্রদান করা হতো।
আপনার যদি জরুরি স্মার্ট আইডি কার্ড প্রয়োজন হয়, তাহলে এই পদ্ধতি ব্যবহার করে ভোটার আইডি কার্ড ব্যবহার করতে পারবেন।
Smart Card Status Check Online
অনলাইনে Smart Card Status Check করতে ম্যাসেজ অপশনে গিয়ে SC NID xxxxxxxxxxxxx লিখে 105 নাম্বারে এসএমএস সেন্ড করতে হবে। SC NID লেখার পর এনআইডি কার্ড নাম্বার লিখতে হবে। তাহলে ফিরতি এসএমএস এ স্মার্ট এনআইডি কার্ড হয়েছে কিনা জানিয়ে দেয়া হবে। Ex: SC NID 123456789
দেশেই স্মার্ট কার্ড তৈরির উদ্যোগ
স্মার্ট আইডি কার্ড তৈরি করার জন্য ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছিলো ইসি। কিন্তু, চুক্তি অনুযায়ী সময়মতো তারা স্মার্ট আইডি কার্ডগুলো সরবরাহ করতে পারেনি। তাই, ইসি থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে দেশেই স্মার্ট আইডি কার্ড তৈরি করা হবে। এজন্য, ফ্রান্সের উক্ত প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করেছে ইসি।
দেশী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে ইসি দেশেই স্মার্ট আইডি কার্ড তৈরি করার উদ্যোগ নিয়েছে। তাই, দেশের সকল ভোটারকে স্মার্ট আইডি কার্ড বিতরণ করতে বিলম্ব হচ্ছে। আগামী দুই বছরের মাঝে সকল ভোটার স্মার্ট আইডি কার্ড পাবেন বলে আশা করা যাচ্ছে।
জরুরী স্মার্ট কার্ড প্রয়োজন হলে করণীয়
আপনার যদি জরুরি স্মার্ট আইডি কার্ড প্রয়োজন হয়, তাহলে প্রথম যে এলাকায় ভোটার নিবন্ধন করেছিলেন, সেই ভোটার এলাকার নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। এরপর, তাদের থেকে জানতে হবে আপনি কেন এখনো স্মার্ট আইডি কার্ড পাচ্ছেন না। এরপর, তাদের থেকে সমাধান নেয়ার মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।
যদি বায়োমেট্রিক তথ্যের কারণে স্মার্ট আইডি কার্ড পেতে বিলম্ব হয়, তাহলে নির্বাচন কমিশন অফিসে গিয়ে ১০ আঙ্গুলের ছাপ, আইরিশের ছবি এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করার পর স্মার্ট আইডি কার্ড উত্তোলন করতে পারেন। অনেক ভোটারের এসব তথ্য না থাকার কারণে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হচ্ছেনা।
যারা ২০১৬ এর পূর্বে ভোটার হয়েছেন, তাদের অনেকের বায়োমেট্রিক তথ্য নেই। এজন্য, নতুন করে ১০ আঙ্গুলের ছাপ, আইরিশের ছবি, রক্তের গ্রুপ ইত্যাদি তথ্য নেয়া হচ্ছে। এরপর, নতুন করে স্মার্ট আইডি কার্ড উত্তোলন করা যাচ্ছে।
নতুন ভোটার হয়েছেন স্মার্ট কার্ড পাননি
নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট আইডি কার্ড পাননি, তাহলে আপনার স্মার্ট আইডি কার্ড হয়েছে কিনা চেক করতে পারেন। অনলাইন এবং এসএমএস এই দুই মাধ্যমে Smart Card Status চেক করতে পারবেন। এরপর, আপনার এলাকায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
নতুন ভোটারদের জন্য স্মার্ট কার্ড বিতরণ শুরু হতে এখনো অনেক দেরি আছে। তাই, অনলাইন থেকে ভোটার আইডি কার্ড চেক করার পর আপনার ভোটার আইডি কার্ড হয়েছে জানতে পারলে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে সেটি লেমিনেটিং করে ব্যবহার করতে পারেন।
সারকথা
আজকের এই ব্লগে স্মার্ট কার্ড কিভাবে পাবো, স্মার্ট কার্ড কখন পাবো ইত্যাদি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে স্মার্ট আইডি কার্ড বিতরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত এমন আরও তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।
ভোটার আইডি কার্ড সম্পর্কে অন্যান্য তথ্য —
1510476000481
এটি কিসের নাম্বার?
Smart Nid কিভাবে পাবো। লেমিনেটিং
ভোটার আইডি আছে।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার মাধ্যমে, আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা তা জানতে পারবেন। আপনার এলাকায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হলে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। তবে, অপেক্ষা করতে হবে।