NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জেনে নিতে পারবেন অনেক সহজেই। কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন হয়েছে জানতে পারবেন এই পদ্ধতি অবলম্বন করে। বিস্তারিত রয়েছে এই পোস্টে।
এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানার জন্য আমরা কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করতে পারি। এতে করে, আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করেছেন তা জানতে পারবেন। এছাড়াও, কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এটিও জানা সহজ হবে।
তো চলুন, সিম রেজিস্ট্রেশন কার নাম জানার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানার জন্য মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে *16001# কোডটি ডায়াল করুন। এরপর, আপনার NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখুন এবং সেন্ড করুন। ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানিয়ে দেয়া হবে।
এই পদ্ধতি অনুসরণ করে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানতে পারবেন। কারণ, বর্তমান নিয়ম অনুযায়ী একটি এনআইডি কার্ড দিয়ে মোট ১৫টি সিম রেজিস্ট্রেশন করা যায়।
NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে জানার জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন —
- প্রথমেই মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে নিন
- *16001# কোডটি ডায়াল করুন
- NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করুন
তাহলে আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা চেক করতে পারবেন।
তবে, মনে রাখতে হবে এই পদ্ধতি অনুসরণ করার জন্য আপনার NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এমন সিম থেকেই কোডটি ডায়াল করতে হবে এবং এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করতে হবে। অন্য কারও আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিম কার্ড ব্যবহার করে এই পদ্ধতি অনুসরণ করলে কাজ হবেনা। সেক্ষেত্রে, উক্ত ব্যক্তির আইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করতে হবে।
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।
সিম রেজিস্ট্রেশন চেক কোড
সিম রেজিস্ট্রেশন চেক কোডটি হচ্ছে *16001# । এই সিম রেজিস্ট্রেশন চেক করার কোডটি ডায়াল করার পর NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করলে উক্ত সিম যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, একই NID দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানা যাবে।
সিম রেজিস্ট্রেশন চেক করার কোডটি যেকোনো সিম থেকে ডায়াল করে NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করলে এসএমএস এর মাধ্যমে উক্ত এনআইডি কার্ড দিয়ে আর কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানা যাবে।
কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন হয়েছে
কোন আইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করার জন্য রবি সিমের ক্ষেত্রে My Robi অ্যাপ ইনস্টল করে ওপেন করে নিন। এরপর, মেনু থেকে Your SIMs অপশনে ক্লিক করুন। অতঃপর, আপনার NID কার্ডের শেষের ৪ ডিজিট লেখুন এবং View List বাটনে ক্লিক করুন। তাহলে NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা চেক করতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করে My Robi অ্যাপ ব্যবহার করে উক্ত সিম যে NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেই একই NID দিয়ে আর কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানা যায়। এই পদ্ধতিটি নিচে আরও সহজভাবে উল্লেখ করে দেয়া হয়েছে।
সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায় —
- NID দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়ছে জানার জন্য My Robi অ্যাপ ওপেন করুন
- More অপশন থেকে Your SIMs অপশনে ক্লিক করুন
- এখন আপনার NID কার্ডের শেষের ৪ ডিজিট লেখুন
- View List বাটনে ক্লিক করুন এবং দেখুন এনআইডি দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন হয়েছে
উপরোক্ত ধাপগুলো অনুসরণ করার জন্য যে সিমটি My Robi অ্যাপে লগইন করা হবে, উক্ত সিমটি আপনার NID দিয়ে রেজিস্ট্রেশন করা হতে হবে। অন্য কারও এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়ে থাকলে তার এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লেখার মাধ্যমে উক্ত NID দিয়ে আর কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানা যাবে।
সিম রেজিস্ট্রেশন কার নামে জানার উপায়
সিম রেজিস্ট্রেশন কার নামে জানার জন্য *16001# কোডটি ডায়াল করতে হবে। এরপর, NID কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করলে উক্ত সিম যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই একই এনআইডি দিয়ে অন্য যেসব সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেগুলোর নাম্বার পাওয়া যাবে।
এই পদ্ধতিতে এসএমএস এর মাধ্যমে একই এনআইডি দিয়ে যেসব সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেসব সিমের নাম্বার 018*****888 এভাবে দেখানো হবে। শেষের তিন ডিজিট দেখে আপনাকে বুঝতে হবে এটি আপনার সিম কিনা। না হলে উক্ত সিমটি বন্ধ করার জন্য মোবাইল অপারেটর এর সাথে যোগাযোগ করুন।
সিম রেজিস্ট্রেশন চেক কোড ডায়াল করে কিংবা যে অপারেটর এর সিম ব্যবহার করছেন, উক্ত অপারেটর এর মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা চেক করতে পারবেন।
সারকথা
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা চেক করার পদ্ধতি নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য উল্লেখ করে দেয়া হয়েছে। উপরোক্ত পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আপনার NID দিয়ে Sim Registration Check করতে পারবেন অনেক সহজেই।