NID ফরম নাম্বার ভুল দেখাচ্ছে? ফরম নাম্বার ঠিক থাকার পরেও যদি ফর্ম নাম্বার ভুল দেখায়, তাহলে কীভাবে এই সমস্যার সমাধান করতে হয় তা বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে।
নতুন ভোটার আইডি কার্ড চেক করার সময় কিংবা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সময় ভোটার স্লিপ নাম্বার ব্যবহার করতে হয়। যাদেরকে এসএমএস করে ভোটার আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়, তারা ভোটার আইডি কার্ডের নাম্বার ব্যবহার করতে পারবেন।
তবে, অনেকেই এনআইডি কার্ডের নাম্বার এসএমএস এর মাধ্যমে পাননা। তাই, ভোটার স্লিপ নাম্বার বা NID ফরম নাম্বার দিয়ে NID Card Check করতে হয়। তবে, এই পদ্ধতিতে এনআইডি কার্ড চেক করার সময় একটি সমস্যা দেখায়। তো চলুন, সেটি কীভাবে সমাধান করতে হয় সেটি বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
NID ফরম নাম্বার ভুল দেখালে করণীয়
NID ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড চেক বা এনআইডি কার্ড ডাউনলোড করার সময় ফরম নাম্বার ভুল দেখালে ফরম নাম্বারের সামনে NIDFN লিখে হবে। আপনার ফরম নাম্বারটি যদি 1234567 হয়, তবে NIDFN1234567 এভাবে লিখতে হবে। তাহলে, ভোটার স্লিপ নাম্বার ভুল দেখানোর সমস্যা হবেনা।
ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক করা কিংবা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সময় NIDFN লিখে স্পেস না দিয়ে টোকেন নাম্বার লিখতে হয়। কিন্তু, অনেকেই শুধুমাত্র টোকেন নাম্বার লিখে থাকে। একারণে, “জাতীয় পরিচয়পত্র নম্বর/ ফর্ম নম্বর/ জন্মতারিখ ভুল দিয়েছেন” এই সমস্যাটি দেখা দেয়।
এই সমস্যা দেখালে আপনার ভোটার স্লিপ নাম্বারের সামনে NIDFN লিখুন। এরপর, আবারও চেষ্টা করুন। এরপরেও যদি একই সমস্যা দেখা দেয়, তাহলে আপনার ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ যাচাই করে দেখুন ভুল লিখেছেন কিনা। এরপর, আবারও সাবমিট করার মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করা বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।
ভোটার স্লিপ নাম্বার ভুল দেখালে করণীয়
ভোটার আইডি কার্ড চেক বা ডাউনলোড করার সময় ভোটার স্লিপ নাম্বার ভুল দেখালে প্রথমেই আপনার ভোটার স্লিপ নাম্বারটি যাচাই করে দেখুন ভুল লিখেছেন কিনা। এরপর, ভোটার স্লিপ নাম্বারের সামনে NIDFN লিখুন। যদি স্লিপ নাম্বারটি 1234567 হয়, তবে NIDFN1234567 এভাবে লিখুন। এরপর, জন্ম তারিখ দিয়ে ভোটার আইডি কার্ড চেক বা ডাউনলোড করতে পারবেন।
ভোটার স্লিপ নাম্বার ভুল দেখালে এই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে উপরোক্ত সমস্যাটির সমাধান করতে পারবেন।
যাদেরকে এসএমএস করে এনআইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়েছে, তারা এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এনআইডি কার্ড চেক এবং ডাউনলোড করতে পারবেন। কিন্তু, যারা এসএমএস পাননি, তারা ভোটার স্লিপ নাম্বার ব্যবহার করে এনআইডি কার্ড চেক এবং ডাউনলোড করতে পারবেন।
তবে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিট করে ভোটার আইডি কার্ড চেক করা বা ডাউনলোড করার জন্য ভোটার স্লিপ নাম্বার ব্যবহার করলে, স্লিপ নাম্বারের সামনে NIDFN লিখতে হয়। যদি ভোটার আইডি কার্ডের নাম্বার ব্যবহার করেন, তাহলে NIDFN লিখতে হবেনা।
NIDFN না লিখে NID ফরম নাম্বার লেখার কারণে NID ফরম নাম্বার ভুল দেখায়। তাই, ভোটার স্লিপ নাম্বার দিয়ে আইডি কার্ড চেক বা ডাউনলোড করার সময় অবশ্যই শুরুতে NIDFN লিখে হবে।
সারকথা
ভোটার স্লিপ নাম্বার ভুল দেখালে করণীয়/NID ফরম নাম্বার ভুল দেখালে করণীয়/টোকেন নাম্বার ভুল দেখালে করণীয় কী এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই পোস্টে। আশা করছি উক্ত সমস্যার সমাধান করতে পেরেছেন। ভোটার আইডি কার্ড সংক্রান্ত সমস্যার সমাধান জানতে, কমেন্ট করুন।