NID কার্ডে কোনো ভুল থাকলে আমরা ভোটার আইডি কার্ড সংশোধন এর জন্য আবেদন করে থাকি। কিন্তু, অনেকেই NID কার্ড সংশোধনের আবেদন করার পর তা বাতিল করতে চান।

কিন্তু, NID সংশোধন আবেদন বাতিল করার সঠিক নিয়ম না জানা থাকলে আবেদন অনুমোদিত হলে পরবর্তীতে আরও সমস্যার সম্মুখীন হতে হয়।

আপনি যদি ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদন করে থাকেন এবং সেই আবেদনটি বাতিল করতে চান, তাহলে কীভাবে বাতিল করলে আবেদনটি সফলভাবে বাতিল হবে সেটি জানতে পারবেন এই পোস্টে।

তো চলুন, NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম বিস্তারিত জেনে নেয়া যাক।

NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম

NID সংশোধন আবেদন বাতিল করতে চাইলে উপজেলা নির্বাচন কমিশন অফিসার বরাবর একটি দরখাস্ত লিখতে হবে। দরখাস্তে আপনার নাম, এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ উল্লেখ করতে হবে এবং সংশোধন আবেদন বাতিল করতে চাওয়ার কারণ উল্লেখ করতে হবে। তাহলে, নির্বাচন অফিসার আপনার আবেদনটি বাতিল করে দিবেন।

এনআইডি কার্ড সংশোধন আবেদন বাতিল করার জন্য দরখাস্তটি A4 সাইজের একটি পেপারে লিখতে হবে। মার্জিত ভাষায় দরখাস্ত হাতে লিখে কিংবা কম্পিউটারে টাইপ করে লিখতে হবে এবং সেটি নিজে গিয়ে জমা দিতে হবে উপজেলা নির্বাচন কমিশন অফিসে।

ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন বাতিল করতে চাচ্ছেন কিন্তু কীভাবে আবেদন বাতিলের দরখাস্ত লিখতে হয় জানেন না, তাহল নিচে উল্লেখ করে দেয়া নমুনাটি অনুসরণ করে একইভাবে একটি দরখাস্ত লিখে ফেলুন।

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।

NID সংশোধন আবেদন বাতিল করার দরখাস্ত

তারিখ: ১০/০৫/২০২৪
বরাবর,
উপজেলা নির্বাচন অফিসার
রংপুর সদর, রংপুর– ৫৪০০

বিষয়: NID সংশোধন আবেদন বাতিল করার আবেদন

মহোদয়,
সবিনয় নিবেদন এই যে আমি মোঃ ওয়াহিদ রহমান, পিতা: মোঃ বাদল মিয়া, গ্রাম/মহল্লা: পশ্চিম হরকলি, ডাকঘর: পাগলাপীর-৫৪০০, জেলা: রংপুর সদর, বিগত ০৫/০৫/২০২৪ তারিখে অনলাইনে আমার ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলাম। আমার NID নম্বর 1234 857 234, জন্মতারিখ: ১৫/০৬/২০০৩ ইং। উক্ত আবেদনটি এখনো অনুমোদিত হয়নি।

যে সমস্যার কারণে আমি এনআইডি সংশোধনের আবেদন করেছিলাম তা সমধান হয়ে যাওয়ার কারণে এখন আমি এনআইডি কার্ড সংশোধনের আবেদনটি বাতিল করতে ইচ্ছুক।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, NID সংশোধন আবেদনটি বাতিল করে আমাকে বাধিত করবেন।

বিনীত নিবেদক –
নাম: মোঃ ওয়াহিদ রহমান
NID: 1234 857 234
মোবাইল: ০১৮২৩৪৫০৫৫০

Nid সংশোধন আবেদন বাতিল ফরম pdf

NID সংশোধন আবেদন বাতিল ফরমের PDF ভার্সন অনেকেই খুঁজে থাকেন। আপনাদের সুবিধার্থে এনআইডি কার্ড সংশোধন করতে যে আবেদন বা দরখাস্ত করতে হয়, তার একটি PDF ভার্সন নিচে যুক্ত করে দিচ্ছি।

এই PDF টি নামিয়ে নিয়ে আপনারা এটি প্রিন্ট করে নিবেন। এরপর, আপনার আবেদন বাতিলের কারণ, নিজের নাম, পিতা-মাতার নাম, এনআইডি কার্ডের নাম্বার সহ সকল তথ্য দিয়ে এটি উপজেলা নির্বাচন কমিশন অফিসার বরাবর জমা দিবেন। তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে।

FAQ

কতদিনের মধ্যে NID সংশোধন আবেদন বাতিল করতে হবে?

NID সংশোধন আবেদন করার পর সাধারণত ৭ দিন থেকে ৪৫ দিন লাগে আবেদন অনুমোদন হতে। আবেদন অনুমোদন হওয়ার পূর্বে আবেদন বাতিল করতে হবে। এটির নির্দিষ্ট সময়সীমা নেই।

এনআইডি সংশোধন আবেদন বাতিল করতে কত টাকা লাগে?

এনআইডি কার্ড সংশোধন আবেদন করার পর উক্ত আবেদনটি বাতিল করতে শুধুমাত্র একটি দরখাস্ত লিখে কিংবা কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করে নিয়ে জমা দিতে হয়। আলাদা করে কোনো টাকা লাগেনা।

NID সংশোধন আবেদন বাতিল হতে কত সময় লাগে?

NID সংশোধন করার জন্য আবেদন করার পর তা বাতিল করতে চেয়ে আবেদন করার পর উক্ত আবেদনটি অনুমোদন হয়ে সংশোধন আবেদন বাতিল হতে সাধারণত ৭ দিন থেকে শুরু করে ১৫ দিন পর্যন্ত সময় লেগে থাকে।

ভোটার আইডি কার্ড কিভাবে সংশোধন করা যায়?

NID সংশোধন আবেদন করার মাধ্যমে ভোটার আইডি কার্ডে থাকা ভুল তথ্য সংশোধন করা যায়। এনআইডি একাউন্ট রেজিস্টার করার পর একাউন্টে লগইন করতে হবে। অতঃপর, ভুল তথ্য সংশোধন করে সংশোধন ফি, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আইডি কার্ড সংশোধন করা যাবে।

স্মার্ট কার্ড কি সংশোধন করা যায়?

স্মার্ট কার্ড সংশোধন করা যায়। স্মার্ট কার্ডে থাকা ভুল তথ্য সংশোধন করার জন্য ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করতে হবে। অতঃপর, স্মার্ট আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করার মাধ্যমে স্মার্ট কার্ড পাওয়া যাবে।

সারকথা

আপনি যদি এনআইডি কার্ডের কোনো ভুল তথ্য সংশোধন করার জন্য অনলাইনে কিংবা সরাসরি উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে আবেদন করে থাকেন কিন্তু পরবর্তীতে সেই আবেদনটি বাতিল করতে চান, তাহলে পোস্টটি আপনার জন্য সহায়ক হবে বলে আশা করছি।

কীভাবে আবেদনটি বাতিল করবেন এবং আবেদন বাতিল করার নিয়ম বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে। এছাড়াও, ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন বাতিল করার PDF ফাইল শেয়ার করেছি। এটি প্রিন্ট করে নিয়ে সহজেই আপনার তথ্য দিয়ে বাতিলের দরখাস্ত করতে পারবেন।

হোমপেজNID BD
ক্যাটাগরিNID Card
আইডি কার্ড চেকNID Card Check
ভোটার আইডি কার্ড ডাউনলোডNID Card Download
স্মার্ট কার্ড চেকNID Smart Card Status Check

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *