এনআইডি কার্ড সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান জানতে হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন বা ই-মেইল করতে পারেন।
এনআইডি কার্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে অনেকেই দালালের শরণাপন্ন হন। একারণে, নির্বাচন কমিশন থেকে হেল্পলাইন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। তাই, আপনি কল করে বা ই-মেইল করে সমস্যার সমাধান জেনে নিতে পারবেন।
এনআইডি কাস্টমার কেয়ার তথ্য সম্পর্কে এই ব্লগে বিস্তারিত তথ্য উল্লেখ করে দেয়া হয়েছে। চলুন, বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
এনআইডি হেল্পলাইন নাম্বার
এনআইডি কার্ড সংক্রান্ত যেকোনো তথ্য জানতে কল করুন 105 নাম্বারে। দেশের ভিতর যেকোনো অপারেটর থেকে বিনামূল্যে কল করতে পারবেন এই নাম্বারে। এছাড়া, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য জানতে +8801708501261 নাম্বারে কল করতে পারেন।
দেশের ভিতরে বসে ভোটার আইডি কার্ড সংক্রান্ত তথ্য জানতে বা পরামর্শ পেতে কল করুন 105 নাম্বারে। এছাড়া, দেশের বাইরে থাকলে +8801708501261 নাম্বারে কল করুন। সকাল ৯:০০ ঘটিকা থেকে বিকেল ৬:০০ ঘটিকা পর্যন্ত হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
এনআইডি হেল্পলাইন ই-মেইল অ্যাড্রেস
এনআইডি কার্ড সংক্রান্ত তথ্য জানতে বা সাহায্য প্রয়োজন হলে ই-মেইল করতে পারেন বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ই-মেইল info@nidw.gov.bd এই এড্রেসে। যেকোনো দিন, যেকোনো সময় ই-মেইল করতে পারবেন।
এনআইডি হেল্প লাইন নাম্বারে কল করার সময় ৯:০০-৬:০০ পর্যন্ত হলেও ই-মেইল করার কোনো সময় দেয়া নেই। তাই, আপনি যেকোনো সময় ই-মেইল করে আপনার সমস্যার কথা জানাতে বা সহযোগিতা নিতে পারবেন। তবে, ই-মেইলের রিপ্লাই পেতে কিছুটা বিলম্ব হতে পারে।
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।
এনআইডি কাস্টমার কেয়ার তথ্য
NID Service সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে বা সহযোগিতা পেতে NID হেল্পলাইন নাম্বারে কল বা ই-মেইল এড্রেসে মেইল করতে পারবেন। নিচে কাস্টমার কেয়ারের তথ্য একটি টেবিলে উল্লেখ করে দেয়া হয়েছে।
হেল্পলাইন নাম্বার | 105 |
মোবাইল নাম্বার | +8801708501261 |
ই-মেইল অ্যাড্রেস | info@nidw.gov.bd |
উপরোক্ত তথ্যগুলো ব্যবহার করে NID Card সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান জানতে বা সহযোগিতা নিতে পারবেন।
এনআইডি কাস্টমার কেয়ার ফোন নাম্বার?
বাংলাদেশের ভিতর থেকে NID Customer Care এ ফোন করতে 105 নাম্বারে কল করুন। বাইরের দেশ থেকে ফোন করতে চাইলে +8801708501261 নাম্বারে কল করুন।
সারকথা
এনআইডি কার্ড সংক্রান্ত যেকোনো সমস্যা থাকলে আমাদের ওয়েবসাইটে সার্চ করে বিস্তারিত আর্টিকেল পড়ে সমাধান জানতে পারবেন। অথবা আমাদের ওয়েবসাইটটি ব্রাউজ করে বিভিন্ন জেনে নিতে পারবেন।
আসসালামুয়ালাইকুম, অত্যন্ত দুঃখজনক ঘটনা আমার সাথে হয়েছে,আমি বিগত ছয় সাত মাস আগে দুবাই এম্বাসীতে আমার স্মার্ট আইডি কার্ডের জন্য আবেদন করেছি এবং সার্ভিস চার্জ বাবদ নিয়েছে ৫০দেরহাম,এখনো পর্যন্ত আমার কার্ড তো পাইনি, কোন ধরনের ভালো মন্দ খবরো পাইনি,আরে ভাই সার্ভিস দিতে না পারলে আমার ৫০দেরহাম ফেরত দিতে হবে!সেটা জানা নেই!আমরা কোন দেশে বসবাস করি বাংলাদেশের মাটিতে যেমন সরকারী কাজে মানুষ কে পশু মনে করা হয়, আজকাল বিদেশেও তার নমুনা দেখতেছি, আমার নাম মোহাম্মদ নাজিম উদ্দীন, আইডি নাম্বার ৭৩৭৫৩০২৩৮২, আশা করি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
00971506976985
পোস্টে উল্লেখ করে দেয়া মাধ্যমগুলো ব্যবহার করে যোগাযোগ করুন। বিস্তারিত তথ্য জানতে এবং সহযোগিতা নিতে পারবেন।