এনআইডি সার্ভার কপি ডাউনলোড করার মাধ্যমে যেকোনো এনআইডি কার্ডের তথ্য সঠিক কিনা যাচাই করতে পারবেন। আপনার কিংবা অন্য যেকোনো ব্যক্তির NID Server Copy Download করার পদ্ধতি জানতে পারবেন এখানে।
এনআইডি সার্ভার কপিতে একজন ভোটারের নাম, ছবি, পিতা-মাতার নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ সকল তথ্য উল্লেখ করা থাকে। তাই, যেকোনো প্রয়োজনে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সার্ভার কপি চেক করা যায়।
তো চলুন, কিভাবে NID Server Copy Download করতে হয় এবং কী কী কাজে ব্যবহার করতে পারবেন এসব বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
NID Server Copy Download
উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে কিংবা সরাসরি অনলাইন থেকে এনআইডি সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন। এজন্য, এ চালানের মাধ্যমে ১১৫ টাকা ফি প্রদান করতে হবে। এছাড়া, যে ব্যক্তির এনআইডি সার্ভার কপি নিতে চাচ্ছেন, তার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে।
জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার দিয়ে যেকোনো ব্যক্তির এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করা সম্ভব। আপনি সরাসরি উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে এটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া, চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন।
তবে, সার্ভার কপি সংগ্রহ করতে চাইলে এ চালানের মাধ্যমে ১১৫ টাকা ফি জমা দিতে হয়।
এনআইডি সার্ভার কপি কি কাজে লাগে
এনআইডি কার্ডের সার্ভার কপিতে একজন ভোটারের নাম, তার পিতা-মাতার নাম, জন্ম তারিখ, স্বামী/স্ত্রীর নাম, পেশা, লিঙ্গ, বর্তমান এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করা থাকে। এছাড়াও, উক্ত ভোটারের ছবি থাকে।
NID Card Server Copy বিভিন্ন কাজে লাগতে পারে। আপনার নিজের আইডি কার্ডের তথ্য ভুলে গেলে বা অন্য যেকোনো ব্যক্তির এনআইডি কার্ডের তথ্য সঠিক নাকি ভুল তা যাচাই করার জন্য এটি প্রয়োজন পড়ে।
একজন ব্যক্তির দেয়া এনআইডি কার্ডের তথ্য সঠিক কিনা তা যাচাই করার সহজ পদ্ধতি হচ্ছে সার্ভার কপি চেক করা। এতে করে, উক্ত ব্যক্তি নকল ভোটার আইডি কার্ড দিচ্ছে কিনা তা যাচাই করা সহজ হবে।
সার্ভার কপি পেতে করণীয় কী
ভোটার আইডি কার্ডের সার্ভার কপি পেতে চাইলে উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে। এ চালানের মাধ্যমে ১১৫ টাকা ফি জমা দিতে হবে। তাহলে, সার্ভার কপি সংগ্রহ করতে পারবেন।
তবে, আপনি চাইলে ঘরে বসে সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন। সার্ভার কপি ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে। ফি প্রদান করার মাধ্যমে সেখানে থেকে আইডি কার্ডের সার্ভার কপি সংগ্রহ করতে পারবেন।
বি:দ্র: আপনার ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পদ্ধতি পোস্টটি পড়তে পারেন। আইডি কার্ড রি-ইস্যু আবেদন করার মাধ্যমে ২৩০ টাকা ফি জমা দিলে নতুন এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।
সারকথা
যেকোনো ব্যক্তির বা নিজের আইডি কার্ডের তথ্য যাচাই করার জন্য কিভাবে NID Server Copy Download করতে হয় তা বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে। এনআইডি কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়ুন।