NID Wallet হচ্ছে একটি অ্যাপ যা ব্যবহার করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পূর্বে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়। ফেস ভেরিফিকেশন করার পর এনআইডি একাউন্টে লগইন করা যায়।
নতুন ভোটার নিবন্ধন করার পর অনেকেই অনলাইন থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার চেষ্টা করেন। একজন ব্যক্তি নিজের এনআইডি কার্ড ডাউনলোড করার চেষ্টা করছে কিনা তা যাচাই করার জন্য NID Wallet অ্যাপ ব্যবহার করা হয়।
এই অ্যাপটি ইনস্টল করে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করলে তবেই পরবর্তী ধাপে যেতে পারবেন এবং আপনার NID Card Download করতে পারবেন। আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
NID Wallet কী?
NID Wallet বা এনআইডি ওয়ালেট হচ্ছে একটি মোবাইল অ্যাপ। এটি ব্যবহার করে ভোটাররা তাদের ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে পারে। একটি NID Card এর আসল মালিক যাচাই করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
services nidw gov bd ওয়েবসাইট ভিজিট করার পর এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হয়। এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর একটি QR Code দেয়া হয়। এই কোডটি স্ক্যান করার জন্য একটি অ্যাপ প্রয়োজন হয়।
উক্ত অ্যাপটির নাম হচ্ছে NID Wallet । এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করার পর QR Code টি স্ক্যান করতে হয়। স্ক্যান করার পর যে ব্যক্তির এনআইডি কার্ড ডাউনলোড করতে চাওয়া হচ্ছে, তার ফেস ভেরিফিকেশন করতে হবে। তাহলে, পরবর্তী ধাপে যাওয়া যাবে এবং আইডি কার্ড ডাউনলোড করা যাবে।
এনআইডি ওয়ালেট অ্যাপ ডাউনলোড
এনআইডি ওয়ালেট অ্যাপ ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। এরপর, সার্চ বারে NID Wallet লিখে সার্চ করতে হবে। প্রথমের দিকে আসা অ্যাপটি ইনস্টল করে নিতে হবে।
এছাড়া, আপনি যদি আইফোন ব্যবহার করেন, তাহলে App Store ওপেন করার পর NID Wallet লিখে সার্চ করুন। তাহলে একটি অ্যাপ পাবেন। সেটি ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপটি দিয়ে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার পূর্বে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
NID Wallet ব্যবহার করার নিয়ম
এনআইডি ওয়ালেট অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করার পর ওপেন করতে হবে। ওপেন করলে ভাষা সিলেক্ট করতে বলবে। সিলেক্ট করার পর Agree And Continue বাটনে ক্লিক করতে হবে। এরপর, ক্যামেরা সহ বেশ কিছু পারমিশন চাইবে। এলাও করে দিতে হবে।
এরপর, ক্যামেরা ওপেন হবে অ্যাপের ভিতর থেকে। আপনি ভোটার আইডি কার্ড চেক করার সময় বা ডাউনলোড করার সময় যে QR Code টি পেয়েছেন, সেটি এনআইডি ওয়ালেট অ্যাপ দিয়ে স্ক্যান করুন।
এরপর, স্ক্রিনে দেখানো পদ্ধতি অনুসরণ করে ডানে-বামে এবং উপরে-নিচে মাথা করে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। যে ব্যক্তির এনআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন, তার ফেস ভেরিফিকেশন করতে হবে।
এভাবে, এনআইডি ওয়ালেট অ্যাপটি ব্যবহার করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সময় ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।
সারকথা
এনআইডি ওয়ালেট কী, এই অ্যাপটি ব্যবহার করে কীভাবে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হয় তা নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন, তাদের জন্য এই পোস্টটি সহায়ক হবে।
আপনি যদি ভোটার আইডি কার্ড ডাউনলোড করার চেষ্টা করেন, তাহলে একটি ধাপে গিয়ে দেখবেন একটি QR Code দেয়া হয়েছে। এই কোডটি স্ক্যান করার পর ফেস ভেরিফিকেশন করার জন্য এনআইডি ওয়ালেট অ্যাপটি ব্যবহৃত হয়ে থাকে।