ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যম এবং স্মার্ট কার্ড চেক করার মাধ্যম নিয়ে এই পোস্টে বিস্তারিত পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে। যারা ভোটার নিবন্ধন করেও ভোটার আইডি কার্ড পাননি এবং যারা ভোটার হয়েও স্মার্ট কার্ড পাননি, তাদের জন্যই এই পোস্ট।

অনেকেই স্মার্ট কার্ড পেয়েছেন, আবার অনেকেই পাননি। যাদের এনআইডি কার্ড হয়েছে কিন্তু এখনো স্মার্ট কার্ড পাননি, তারা এই পোস্টটি সম্পূর্ণ পড়লে এসএমএস এর মাধ্যমে Smart Card Status Check করতে পারবেন এবং কবে নাগাদ স্মার্ট আইডি কার্ড পাবেন তা জানতে পারবেন।

এছাড়াও, যারা ভোটার নিবন্ধন করেছেন কিন্তু এখনো ভোটার আইডি কার্ড হাতে পাননি বা ভোটার আইডি কার্ডের নাম্বার জানেন না, তারা এই পোস্ট অনুসরণ করে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন সহজেই। ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম এবং স্মার্ট কার্ড চেক করার নিয়ম উভয়ই এখানে দেখানো হয়েছে। নিচের বাটনে ক্লিক করে সোজা উক্ত সেকশনে যেতে পারবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, প্রথম বক্সে জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর লিখুন এবং দ্বিতীয় বক্সে জন্ম তারিখ লিখুন। অতঃপর, ছবিতে প্রদর্শিত কোডটি নিচের বক্সে লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।

NID Smart Card Status Check
NID Smart Card Status Check

এভাবে করে অনেক সহজে অনলাইন থেকে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনার স্মার্ট এনআইডি কার্ড হয়েছে কিনা জানার জন্য নিচে উল্লেখ করে দেয়া বিস্তারিত ধাপগুলো অনুসরণ করতে পারেন।

Smart Card Status Check Online

  • https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ ওয়েবসাইট ভিজিট করুন
  • আপনার NID Number অথবা Voter Slip Number লিখুন
  • দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখ DD-MM-YYYY ফরম্যাটে লিখুন
  • এবার, ক্যাপচা কোডটি লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করে smart nid card check করতে পারবেন।

এভাবে করে অনেক সহজে আপনার স্মার্ট আইডি কার্ড হয়েছে কিনা তা অনলাইন থেকে যাচাই করে নিতে পারবেন। এছাড়াও, আপনারা চাইলে এসএমএস এর মাধ্যমেও স্মার্ট আইডি কার্ড স্ট্যাটাস যাচাই করতে পারবেন। নিচে বিস্তারিত পদ্ধতি উল্লেখ করে দেয়া হয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: ফর্ম নাম্বার দিয়ে স্মার্ট কার্ড যাচাই করতে চাইলে ফর্ম নাম্বার লেখার সময় NIDFN1234567 এভাবে করে ফর্ম নাম্বার লিখতে হবে। এখানে, NIDFN লেখার পর নাম্বারগুলোর জায়গায় আপনার ফরম নাম্বার লিখবেন।

যারা ভোটার নিবন্ধন করেছেন কিন্তু ভোটার আইডি কার্ড হয়েছে কিনা জানেন না, তারা নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করে নতুন ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন সহজেই।

SMS এর মাধ্যমে Smart NID Status Check

Smart NID Card Status Check করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশন থেকে SC NID NID-Number লিখে 105 নাম্বারে ম্যাসেজটি সেন্ড করুন। ফিরতি ম্যাসেজে আপনার স্মার্ট এনআইডি কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন।

এখানে, SC NID লেখার পর আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখতে হবে। উদাহরণ – SC NID 1234 657 345 । অর্থাৎ, এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশন থেকে SC NID 1234 657 345 এভাবে ম্যাসেজ লিখে 105 নাম্বারে সেন্ড করতে হবে। এরপর, ফিরতি ম্যাসেজে স্মার্ট এনআইডি কার্ডের স্ট্যাটাস জানানো হবে।

এসএমএস এর মাধ্যমে ফরম নাম্বার দিয়ে স্মার্ট কার্ডের স্ট্যাটাস জানার জন্য SC F 1234567 D 02-01-2002 এভাবে আপনার ফরম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে একটি ম্যাসেজ লিখে 105 নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে, ফিরতি ম্যাসেজে আপনার এনআইডি কার্ড হয়েছে কিনা জানিয়ে দেয়া হবে।

এসএমএস এর মাধ্যমে Smart Card Status Check

এনআইডি নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে মোবাইলের ম্যাসেজ অপশন থেকে SC NID 1234 567 890 এভাবে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে একটি ম্যাসেজ লিখে ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে, ফিরতি ম্যাসেজে আপনার Smart Card হয়েছে কিনা জানতে পারবেন।

ফরম নাম্বার দিয়ে এসএমএস এর মাধ্যমে Smart Card Status Check

ফরম নাম্বার দিয়ে এসএমএস এর মাধ্যমে Smart NID Card Status চেক করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশন থেকে SC F 12345678 D 01-02-2003 এভাবে ফরম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে একটি ম্যাসেজ লিখে 105 নাম্বারে সেন্ড করতে হবে। এরপর, ফিরতি ম্যাসেজে আপনার স্মার্ট জাতীয় পরিচয় পত্রের স্ট্যাটাস জানতে পারবেন।

SC F লেখার পর একটি স্পেস দিয়ে ভোটার স্লিপ নাম্বার এবং D লেখার পর একটি স্পেস দিয়ে DD-MM-YYYY ফরম্যাটে জন্ম তারিখ লিখতে হবে।

নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক

ফরম নাম্বার দিয়ে নতুন ভোটার আইডি কার্ড চেক করার জন্য প্রথমেই Services nidw gov bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, রেজিস্টার করুন বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র নম্বর / ফরম নম্বর, জন্ম তারিখ লিখুন এবং ক্যাপচা কোড পূরণ করে সাবমিট করুন। এরপর, ঠিকানা, মোবাইল নাম্বার ও ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে আইডি কার্ড চেক করতে পারবেন।

ভোটার আইডি চেক
ভোটার আইডি চেক

নতুন এনআইডি কার্ড চেক করার নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন —

  • প্রথমে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/claim-account ওয়েবসাইট।
  • এরপর, ফরম নম্বর এবং জন্ম তারিখ লিখুন। NIDFN লিখুন এবং স্পেস ছাড়া ফরম নাম্বার লিখুন উদা: NIDFN123456789
  • ক্যাপচা কোড পূরণ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
  • স্থায়ী ও বর্তমান ঠিকানা নির্বাচন করে মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন করুন।
  • এখন, NID Wallet অ্যাপ দিয়ে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন ও একাউন্টের পাসওয়ার্ড সেট করুন।
  • এরপর, আপনার NID Card Check 2024 করতে পারবেন এবং চাইলে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে অনেক সহজেই ফরম নাম্বার দিয়ে নতুন ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন এবং ভোটার আইডি কার্ড হয়েছে কিনা যাচাই করতে পারবেন।

পুরাতন ভোটার আইডি কার্ড চেক

পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার জন্য ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা ভোটার নিবন্ধনের স্লিপ নাম্বার জানা থাকতে হবে। services nidw gov bd ওয়েবসাইট ভিজিট করে উপরোক্ত দুইটি তথ্যের যেকোনো একটি এন্টার করে জন্ম তারিখ লিখতে হবে। অতঃপর, ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে।

এরপর, বর্তমান এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে এবং ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। অতঃপর, এনআইডি একাউন্টে লগইন করার মাধ্যমে পুরাতন ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।

SMS এর মাধ্যমে নতুন ভোটার আইডি চেক

SMS এর মাধ্যমে ভোটার আইডি চেক করার জন্য ম্যাসেজ অপশনে গিয়ে NID<স্পেস>Form Number<স্পেস>DD-MM-YYYY লিখে 105 নাম্বারে Send করুন। ফিরতি ম্যাসেজে আপনার ভোটার আইডি প্রস্তুত হয়ে থাকলে NID Number সহ জানিয়ে দেয়া হবে।

NID Number Check SMS
NID Number Check SMS

সাধারণত ভোটার নিবন্ধন করার পর বায়োমেট্রিক তথ্য প্রদান করার পর এসএমএস এর মাধ্যমে এনআইডি কার্ডের নাম্বার সহ জানিয়ে দেয়া হয়। কিন্তু, ভোটার হওয়ার কয়েক মাস পরেও অনেকেই এসএমএস পান না। তারা চাইলে এই পদ্ধতি অনুসরণ করে আইডি কার্ডের নাম্বার জেনে নিতে পারবেন। এরপর, ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।

NID Number Check SMS Format

NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এই ফরম্যাটে ম্যাসেজ লিখে ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করে দিন। ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার পাঠিয়ে দেয়া হবে।

  • মোবাইলের ম্যাসেজ অপশন ওপেন করুন
  • NID স্পেস Form Number স্পেস dd-mm-yyy ফরম্যাটে জন্ম তারিখ লিখুন
  • ফরম্যাট – NID123456789 19-05-2001
  • ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করুন। ফিরতি ম্যাসেজে আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হবে।

Nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা

NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। NID নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হবে। অতঃপর, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফিকেশন সম্পন্ন করলে আইডি কার্ড বের করতে পারবেন।

NID নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক

যেকোনো ব্যক্তির NID নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকলে তার তথ্য যাচাই করতে পারবেন। অর্থাৎ, একজন ব্যক্তির এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে তার বিস্তারিত তথ্য চেক করতে পারবেন। এজন্য, আমরা পাসপোর্ট ফি জমা দেয়ার ওয়েবসাইট ব্যবহার করবো। যদিও পাসপোর্ট ফি জমা দিবো না, তবে উক্ত ওয়েবসাইট ব্যবহার করে তথ্য যাচাই করবো।

ভোটার তথ্য যাচাই করার জন্য অটোমেটেড চালান সিস্টেম ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, পাসপোর্ট লেখার উপর হোভার করে বা ক্লিক করে ই পাসপোর্ট ফি অপশনে ক্লিক করুন। অতঃপর, আবেদনের প্রকৃতি এবং বিতরণের প্রকৃতি থেকে যেকোনো একটি করে অপশন সিলেক্ট করুন এবং OK বাটনে ক্লিক করুন।

NID নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক
NID Card Check 2024

এখন একটু নিচের দিকে স্ক্রোল করুন। ব্যক্তি লেখার উপর ক্লিক করুন। যার তথ্য যাচাই করতে চান, তার জাতীয় পরিচয়পত্র নম্বর লিখুন এবং জন্ম তারিখ (দিন-মাস-বছর) লিখুন। এরপর, Check NID বাটনে ক্লিক করলে উক্ত ব্যক্তির সকল তথ্য যাচাই করতে পারবেন।

স্মার্ট কার্ড ডাউনলোড

স্মার্ট কার্ড ডাউনলোড করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/claim-account ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, NID Number বা Form Number লিখুন এবং জন্ম তারিখ লিখুন। অতঃপর, ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।

এরপর, আপনার এনআইডি কার্ড হয়ে থাকলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে বলবে। রেজিস্ট্রেশন করার জন্য বর্তমান এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করতে হবে। অতঃপর, মোবাইল নাম্বার ভেরিফিকেশন এবং ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। তবে, অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবেন অনেক সহজেই।

বিশেষ দ্রষ্টব্য: স্মার্ট কার্ড ডাউনলোড করা বলতে এখানে এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার কথা বলা হয়েছে। স্মার্ট কার্ড প্রতি ইউনিয়ন/সিটি কর্পোরেশনে বিতরণ করা হয়ে থাকে। আপনাকে সেখানে থেকে সরাসরি সংগ্রহ করতে হবে। ততদিন অনলাইন কপি দিয়ে যেকোনো কাজ করতে পারবেন।

স্মার্ট কার্ড কি?

২০১৬ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইভিএম ব্যবহারের জন্য স্মার্ট কার্ড প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়। ইভিএম মেশিনে ভোটার আইডি কার্ড প্রবেশ করে একজন ভোটার সহজেই ভোট প্রদান করতে পারেন।

প্রতিটি স্মার্ট কার্ডে একটি করে মাইক্রোচিপ লাগানো থাকে। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ছবি, পরিচয় এবং বায়োমেট্রিক তথ্যসহ ৩২ ধরনের তথ্য সংরক্ষণ করা থাকে। এই অত্যাধুনিক প্রযুক্তির ফলে ভোটার তথ্যের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয়েছে।

বাংলাদেশে প্রায় নয় কোটি ভোটার থাকলেও বর্তমানে মাত্র এক কোটির বেশি ভোটার স্মার্ট কার্ড পেয়েছেন। অর্থাৎ, দেশের অধিকাংশ ভোটার এখনো স্মার্ট কার্ডের সুবিধা থেকে বঞ্চিত। স্মার্ট কার্ড প্রদানের এই কাজটি বাংলাদেশ জাতীয় পরিচয় নিবন্ধন উইং (NIDW) কর্তৃক পরিচালিত হচ্ছে। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই বাকী সকল ভোটারদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু করা হবে।

স্মার্ট কার্ড কিভাবে পাবো ২০২৪?

স্মার্ট কার্ড কিভাবে পাবো – এই প্রশ্নটি প্রায় অনেক ভোটারদের থেকেই শোনা যায়। আপনি ভোটার হয়েছেন কিন্তু এখনো Smart NID Card পাননি, তাহলে অপেক্ষা করতে হবে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু করার জন্য।

বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে মাত্র ১ কোটি ভোটারদের মাঝে স্মার্ট আইডি বিতরণ করা হয়েছে। বাকী ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু করার কার্যক্রম চলছে। আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা চেক করে দেখুন। যদি তৈরি হয়ে থাকে, তাহলে অপেক্ষা করলে শীঘ্রই পেয়ে যাবেন।

আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হলে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে সেটি সংগ্রহ করতে পারবেন। সাধারণত, স্মার্ট আইডি বিতরণ শুরু করা হলে তা সবাইকে জানিয়ে দেয়া হয়।

সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলী

স্মার্ট কার্ড হয়েছে কিনা চেক করব কিভাবে?

স্মার্ট কার্ড হয়েছে কিনা চেক করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশন থেকে SC NID NID-Number লিখে 105 নাম্বারে ম্যাসেজটি সেন্ড করুন। তাহলে ফিরতি ম্যাসেজে Smart NID card check করতে পারবেন।

স্মার্ট কার্ড কিভাবে ডাউনলোড করা যায়?

স্মার্ট কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account এই ওয়েবসাইট গিয়ে এনআইডি নাম্বার/ফরম নাম্বার, জন্ম তারিখ দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এনআইডি স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবেন।

স্মার্ট কার্ড চেক করবো কিভাবে?

স্মার্ট কার্ড চেক করার জন্য SC F 12345678 D 01-02-2003 ফরম্যাটে ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ লিখে 105 নাম্বারে ম্যাসেজ সেন্ড করতে হবে। তাহলে, ফিরতি ম্যাসেজে স্মার্ট এনআইডি কার্ড হয়েছে কিনা জানতে পারবেন।

স্মার্ট কার্ডের জন্য কিভাবে আবেদন করব?

স্মার্ট কার্ডের জন্য আবেদন করার কোনো পদ্ধতি নেই। নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করার মাধ্যমে ভোটার নিবন্ধন করতে পারবেন। এরপর, আপনার স্মার্ট এনআইডি হয়েছে কিনা সেটি চেক করে দেখতে পারেন। তৈরি হলে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে বিতরণ করার সময় সংগ্রহ করতে পারবেন।

স্মার্ট কার্ড বিতরণ কবে শুরু হবে?

দেশের বিভিন্ন জায়গায় স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হচ্ছে। আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হলে, অপেক্ষা করতে হবে। যখন আপনার এলাকায় Smart ID Card বিতরণ করা হবে, তখন সেটি সংগ্রহ করতে পারবেন।

স্মার্ট কার্ড না পেলে কি করতে হবে?

আপনি যদি নতুন ভোটার হন, তাহলে স্মার্ট কার্ড পেতে কিছুটা সময় লাগবে। তবে, পুরাতন ভোটারদের ক্ষেত্রে স্মার্ট কার্ড না পেলে নির্বাচন কমিশন অফিসে পুরাতন ভোটার আইডি কার্ড নিয়ে যোগাযোগ করলে স্মার্ট কার্ড সংগ্রহ করা যাবে।

Smart nid card কিভাবে বের করব?

যারা ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট এনআইডি কার্ড পাননি তারা স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করার জন্য SC F লেখার পর একটি স্পেস দিয়ে ভোটার স্লিপ নাম্বার এবং D লেখার পর একটি স্পেস দিয়ে DD-MM-YYYY ফরম্যাটে জন্ম তারিখ লিখে 105 নাম্বারে ম্যাসেজ সেন্ড করুন।

এসএমএস দিয়ে nid তথ্য জানার উপায়?

এসএমএস দিয়ে nid তথ্য জানার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে যেতে হবে। এরপর, NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এভাবে এসএমএস লিখে ১০৫ নাম্বারে সেন্ড করতে হবে। উদা: NID 123456789 31-12-2001 সেন্ড করুন 105 নাম্বারে।

সারকথা

যারা ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি, তারা ভোটার আইডি কার্ড চেক করার পদ্ধতি অনুসরণ করলে আইডি কার্ড হয়েছে কিনা জানতে এবং আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

এছাড়া, যারা পূর্বেই ভোটার হয়েছেন কিনা স্মার্ট কার্ড পাননি, তারা স্মার্ট কার্ড চেক করার পদ্ধতি অনুসরণ করলে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন।

ভোটার আইডি কার্ড সম্পর্কে অন্যান্য তথ্য —

হোমপেজNID BD
ক্যাটাগরিNID Card

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

      1. আপনার তথ্যগুলো এখানে শেয়ার না করে পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করুন। তাহলে, স্মার্ট আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন সহজেই।