যারা এখনো ভোটার হওয়ার সুযোগ পেয়েও ভোটার হতে পারেননি বা বিদেশে থাকার কারণে ভোটার হতে পারেননি, তারা নতুন ভোটার হওয়ার অঙ্গীকারনামা পূরণ করে সেটি জমা দেয়ার মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

অনেকেই ভোটার আইডি কার্ড হওয়ার পূর্বেই বিদেশ যান। বয়স হওয়ার পরেও ভোটার আইডি কার্ড করেননি অনেকেই। এখন যদিও বিদেশ থেকে ভোটার আইডি কার্ডের আবেদন করা যায়। কিন্তু, যারা সুযোগ থাকা সত্ত্বেও ভোটার আইডি কার্ড করতে পারেননি, তাদেরকে একটি অঙ্গীকারনামা লিখে জমা দিতে হবে।

তো চলুন, যারা নতুন ভোটার হতে চান, তাদের জন্য NID অঙ্গীকারনামা ফরম pdf ফাইল এবং অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

নতুন ভোটার হওয়ার অঙ্গীকারনামা

ভোটার হওয়ার সুযোগ পেয়েও বা বিভিন্ন সমস্যার কারণে যারা ভোটার হতে পারেননি, তারা ভোটার আবেদন করতে গেলে একটি অঙ্গীকারনামা চাওয়া হয়। অনেকেই জানেন না যে, কিভাবে নতুন ভোটার হওয়ার অঙ্গীকার নামা লিখতে হয়। তাই, নিচে আপনাদের জন্য নতুন ভোটার ফরম ১১ উল্লেখ করে দিয়েছি।

নতুন ভোটার রেজিস্ট্রেশন অঙ্গীকারনামা ফরম
নতুন ভোটার রেজিস্ট্রেশন অঙ্গীকারনামা ফরম

উপরোক্ত ছবিটি দেখে আপনিও একটি অঙ্গীকারনামা লিখতে পারেন। অতঃপর, এটি নির্বাচন কমিশন অফিসে ভোটার আবেদন করার সময় জমা দিতে পারেন।

কিভাবে নতুন ভোটার হওয়ার অঙ্গীকার নামা লিখবেন

কিভাবে নতুন ভোটার হওয়ার অঙ্গীকারনামা লিখবেন তার একটি নমুনা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। একইভাবে একটি অঙ্গীকারনামা লেখার সময় অবশ্যই আপনার নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ইত্যাদি তথ্য উল্লেখ করে দিতে হবে।

অঙ্গীকারনামা

এই মর্মে অঙ্গীকার করছি যে, আমি ……………………………………………………., পিতা: ……………………………………………………., মাতা: ……………………………………………………., গ্রাম: ……………………………………………………., পোস্ট: ……………………………………………………., উপজেলা: ……………………………………………………., জেলা: ……………………………………………………., অত্র এলাকার একজন স্থায়ী বাসিন্দা।

আমি, ……………………….. , দীর্ঘদিন ধরে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের সুবাদে দেশের বাইরে অবস্থান করছিলাম। এই কারণে, আমি পূর্বের কোনো ভোটার নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারিনি। তাই, আমি এখন বাংলাদেশে ফিরে এসে একজন সচেতন নাগরিক হিসেবে আমার ভোটাধিকার প্রয়োগ করার জন্য নতুন ভোটার হিসেবে নিবন্ধন করতে আবেদন করছি। আমি আশ্বাস দিচ্ছি যে, ইতোপূর্বে বাংলাদেশের অন্য কোনো স্থানে আমি ভোটার হিসেবে নিবন্ধিত হইনি। একাধিকবার ভোটার হওয়া আইনবিরোধী হওয়ায়, যদি ভবিষ্যতে আমার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত যে কোনো আইনগত ব্যবস্থা মেনে নিতে প্রস্তুত।

এমতাবস্থায়, আমাকে নতুন ভোটার করার জন্য আপনার নিকট সবিনয় অনুরোধ করছি।

(স্বাক্ষর)

নাম: …………………………………………………….
পিতা: …………………………………………………….
গ্রাম :…………………………………………………….
পোস্ট: …………………………………………………….
উপজেলা: …………………………………………………….
জেলা: …………………………………………………….

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে আপডেট জানতে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন।

Nid অঙ্গীকারনামা ফরম pdf

NID অঙ্গীকারনামা ফরম PDF ফাইল প্রিন্ট করার পর আপনার তথ্য লিখে সেটি ব্যবহার করে ভোটার আবেদন করতে পারবেন। নিম্নে একটি নতুন ভোটার হওয়ার অঙ্গীকারনামা PDF ফাইল সংযুক্ত করে দেয়া হয়েছে। Download বাটনে ক্লিক করে PDF ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।

এরপর, প্রিন্ট করা ফরমটি আপনার নাম, পিতা-মাতার নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য দিয়ে পূরণ করুন। এছাড়াও, ফরমটিতে অবশ্যই আপনার স্বাক্ষর দিতে হবে। অতঃপর, ভোটার নিবন্ধন করার সময় এটিও প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে জমা দিন।

নতুন ভোটার রেজিস্ট্রেশন ফরম ১১ ডাউনলোড

নতুন ভোটার রেজিস্ট্রেশন করার জন্য ফরম ১১ পূরণ করে সেটি জমা দিতে হয়। নতুন ভোটার রেজিস্ট্রেশন করার সময় নতুন ভোটার ফরম ১১ ডাউনলোড করে সেটি প্রিন্ট করে আপনার তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখনে ক্লিক করে —> ফরম ১১ ডাউনলোড করতে পারবেন।

সারকথা

এই ব্লগে কিভাবে নতুন ভোটার হওয়ার অঙ্গীকার নামা লিখবেন তার পদ্ধতি এবং নতুন ভোটার অঙ্গীকারনামা ফরম pdf শেয়ার করেছি। নতুন ভোটার আবেদন অঙ্গীকারনামা ফরম ডাউনলোড করার পর সেটি প্রিন্ট করে আপনার তথ্য দিয়ে পূরণ করে নির্বাচন কমিশন অফিসে জমা দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *